রিওতেও সোনা জিতলেন রুশ কুস্তিগীর ভ্লাসোভ

লন্ডনের পর রিও দে জেনেইরো অলিম্পিকেও ‍কুস্তি থেকে সোনা জিতেছেন রাশিয়ার রোমান ভ্লাসোভ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2016, 07:20 AM
Updated : 15 August 2016, 12:50 PM
গ্রেকো-রোমান কুস্তিতে ৭৫ কেজি ওজনশ্রেণিতে ৫-১ ব্যবধানে ডেনমার্কের মার্ক ওভারগ্রার্ড ম্যাডসেনকে হারান বিশ্ব চ্যাম্পিয়ন ভ্লাসোভ।

২০১২ সালে লন্ডন অলিম্পিকে ৭৪ কেজি ওজনশ্রেণির সোনা জিতেছিলেন ভ্লাসোভ।

৫৯ কেজির সোনা কিউবার ইসমায়েলের

গ্রাকো-রোমান ইভেন্টের ৫৯ কেজি ওজনশ্রেণির সোনা জিতেছেন কিউবার কুস্তিগীর ইসমায়েল বোরেরো মোলিনা।

এই ইভেন্টের বিশ্বসেরা ইসমায়েল চমক জাগিয়ে ফাইনালে ওঠা জাপানের ২২ বছর বয়সী কুস্তিগীর শিনোবু ওতাকে ৮-০ ব্যবধানে হারান।