রিওতে পিছিয়ে পড়েছেন সিদ্দিকুর

রিও দে জেনেইরো অলিম্পিকে গলফের তৃতীয় রাউন্ড শেষে ৫৫তম স্থানে আছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2016, 07:44 PM
Updated : 16 Oct 2016, 11:16 AM

রিওর অলিম্পিক গলফ কোর্সে তৃতীয় রাউন্ডে পারের চেয়ে চার শট বেশি খেলেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে সাত শট বেশি খেলে পিছিয়ে পড়েন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

দ্বিতীয় রাউন্ড শেষে তিন জনের সঙ্গে যৌথভাবে ৪৬তম স্থানে ছিলেন সিদ্দিকুর।

রিও গেমসের অষ্টম দিনে বাংলাদেশ সময় শনিবার তৃতীয় রাউন্ডে চারটি বোগি করেন সিদ্দিকুর। বোগি দিয়ে দিন শুরুর পর টানা আট হোলে পারের সমান শট খেলেন ৩১ বছর বয়সী এই গলফার।

১০ নম্বর হোলে বোগি করে বিরতির পরের খেলা শুরু করেন সিদ্দিকুর। শেষ নয় হোলের খেলায় মোট তিন বোগি করেন।

তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ১২ শট কম খেলে শীর্ষে আছেন যুক্তরাজ্যের জাস্টিন রোজ।

দেশের প্রথম গলফার হিসেবে এশিয়ান ট্যুরের শিরোপা জেতা ও বিশ্বকাপে খেলা সিদ্দিকুর বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকাও ছিল তার হাতে।