টানা চার হারের পর শেখ রাসেলের ড্র
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2016 07:03 PM BdST Updated: 12 Aug 2016 07:03 PM BdST
এগিয়ে গিয়েও লিগে প্রথম জয়ের নাগাল পায়নি শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে টানা চার হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে তারা। টিম বিজেএমসির সঙ্গে ড্র করে চলতি লিগে প্রথম পয়েন্টও পেয়েছে মারুফুল হকের দল।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুক্রবার বিজেএমসির সঙ্গে ১-১ গোলে ড্র করে লিগের ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ রাসেল।
২৫তম মিনিটে ইকাঙ্গার গোলে এগিয়ে যায় শেখ রাসেল। বক্সের ঠিক বাইরে ইমরান হোসেন রুবেল মোনায়েম খান রাজুকে ফাউল করলে ফ্রি-কিক পায় শেখ রাসেল। রাজুর ফ্রি-কিকে হেড করে বল জালে পাঠান ইকাঙ্গা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আব্দুল্লাহ পারভেজের ফ্রি-কিকে মেহেদী হাসান তপুর নেওয়া হেড অল্পের জন্য দূরের পোস্ট দিয়ে বেরিয়ে গেলে সমতায় ফেরার সুযোগ নষ্ট হয় বিজেএমসির। তবে ৫০তম মিনিটে স্যামসন ইলিয়াসুর বাড়ানো বল ধরে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফেরান জাকির হোসেন জিকু।
পাঁচটি করে ম্যাচ খেলে শেখ রাসেলের পয়েন্ট ১, বিজেএমসির ৪।
সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ৮ করে পয়েন্ট পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও চট্টগ্রাম আবাহনী। গোল পার্থক্যে এগিয়ে থাকায় মুক্তিযোদ্ধা আছে দ্বিতীয় স্থানে। রহমতগঞ্জের অবস্থান তিন নম্বরে। আর চতুর্থ স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী। তিনটি দলই অবশ্য শেখ জামালের চেয়ে একটি করে ম্যাচ কম খেলেছে।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম