‘শরীরের ওজন’ সোনা জেতাল রাহিমোভকে

চীনের লু জিয়াওজুন আর কাজাখস্তানের নিজাত রাহিমোভ দুজনেই স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে তুলেছিলেন সমান ৩৭৯ কেজি। কিন্তু লুর চেয়ে ওজন কম হওয়ায় ছেলেদের ভারোত্তোলনের ৭৭ কেজি ওজনশ্রেণির সোনা জিতেছেন রাহিমোভই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2016, 08:54 AM
Updated : 11 August 2016, 08:55 AM

কাজাখস্তানকে রিও দে জেনেইরো অলিম্পিকের প্রথম সোনা এনে দেওয়ার পথে বিশ্ব রেকর্ডও গড়েছেন রাহিমোভ। তিন বছর আগে ক্লিন অ্যান্ড জার্কে লির গড়া রেকর্ড এবার কাজাখস্তানের এই ভারোত্তোলক ভেঙেছেন ২১৪ কেজি তুলে।

রাহিমোভের পর কাজাখস্তানকে সাঁতার থেকে রিও গেমসের দ্বিতীয় সোনা এনে দেন দিমিত্রি বালাদিন।

মেয়েদের ৬৯ কেজি ওজনশ্রেণির সোনা চীনের

মেয়েদের ভারোত্তোলনের ৬৯ কেজি ওজনশ্রেণির সোনা জিতেছেন শিয়াং ইয়ানমেই। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২৬১ কেজি তোলেন চীনের এই ভারোত্তোলক।

২৫৯ কেজি তুলে কাজাখস্তানের ঝাপ্পারকুল ঝাজিরা রুপা ও ২৫৫ কেজি তুলে মিশনের আহমেদ সারা পেয়েছেন এই ইভেন্টের ব্রোঞ্জ।