জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে নামছে বাংলাদেশ।
কাজাখস্তানকে রিও দে জেনেইরো অলিম্পিকের প্রথম সোনা এনেদেওয়ার পথে বিশ্ব রেকর্ডও গড়েছেন রাহিমোভ। তিন বছর আগে ক্লিন অ্যান্ড জার্কে লিরগড়া রেকর্ড এবার কাজাখস্তানের এই ভারোত্তোলক ভেঙেছেন ২১৪ কেজি তুলে।
রাহিমোভের পর কাজাখস্তানকে সাঁতার থেকে রিও গেমসের দ্বিতীয়সোনা এনে দেন দিমিত্রি বালাদিন।
মেয়েদের৬৯ কেজি ওজনশ্রেণির সোনা চীনের
মেয়েদের ভারোত্তোলনের ৬৯ কেজি ওজনশ্রেণির সোনা জিতেছেন শিয়াংইয়ানমেই। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২৬১ কেজি তোলেন চীনের এইভারোত্তোলক।
২৫৯ কেজি তুলে কাজাখস্তানের ঝাপ্পারকুল ঝাজিরা রুপা ও ২৫৫কেজি তুলে মিশনের আহমেদ সারা পেয়েছেন এই ইভেন্টের ব্রোঞ্জ।