ডাইভিংয়ে মিনশিয়ার অনন্য ৫

প্রথম ডাইভার হিসেবে অলিম্পিকে পাঁচটি সোনা জয়ের অনন্য রেকর্ড গড়েছেন চীনের উ মিনশিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2016, 02:36 AM
Updated : 8 August 2016, 02:36 AM

রিও দে জেনেইরোয় রোববার মেয়েদের ৩ মিটার সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড ইভেন্টে শি তিংমাওয়ের সঙ্গে জুটি বেঁধে সোনা জিতে নতুন ইতিহাস লেখেন ৩০ বছর বয়সী মিনশিয়া। পাঁচ রাউন্ডের প্রতিযোগিতায় ৩৪৫.৬০ স্কোর গড়েন তারা।

সেরা হওয়ার পথে প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন চীনের এই জুটি। শেষ পর্যন্ত তারা সহজেই ইতালির তানিয়া কান্নোত্তো ও ফ্রান্সেসকা দাল্লাপেকে ৩১.৭৭ পয়েন্ট ব্যবধানে পেছনে ফেলেন।

সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড ইভেন্টে মিনশিয়া প্রথম অলিম্পিক সোনা জেতেন ২০০৪ সালে, এথেন্সে। এরপর ২০০৮ বেইজিং ও ২০১২ লন্ডন অলিম্পিকেও এই ইভেন্টে সেরা হন তিনি। লন্ডনে ৩ মিটার ব্যক্তিগত স্প্রিংবোর্ডেও সোনা জিতেছিলেন তিনি।

পুরুষ-মহিলা মিলিয়ে কোনো ডাইভার অলিম্পিকে চারটির বেশি সোনা জেতেননি।

অস্ট্রেলিয়ার ম্যাডিসন কিনি ও অ্যানাবেলে স্মিথ জুটি শুরুটা খারাপ করলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ব্রোঞ্জ জেতেন।