পর্তুগালের কাছে হেরে শুরু আর্জেন্টিনার

অলিম্পিক ফুটবলে শুরুটা হতাশার হলো আর্জেন্টিনার। গ্রুপের প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ২-০ গোলে হেরেছে লাতিন আমেরিকার পরাশক্তিরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2016, 00:35 AM
Updated : 15 August 2016, 03:20 PM

বৃহস্পতিবার ম্যাচের দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে দুই দলই সমানে-সমানেই খেলে। পর্তুগাল বলের দখল বেশি রাখলেও পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরুতে স্ট্রাইকার জোনাথান কাইয়েরির চিপ ক্রসবারে লাগায় গোল পায়নি আর্জেন্টিনা।

৬৬তম মিনিটে স্ট্রাইকার পাসিয়েনসিয়া নীচু শটে এগিয়ে দেন পর্তুগালকে। ৭৪তম মিনিটে বদলি খেলোয়াড় ক্রিস্তিয়ান পাভনের শট রুখে পর্তুগালকে এগিয়েই রাখেন গোলরক্ষক ব্রুনো ভারেলা।

৮৪তম মিনিটে পিতের দূরপাল্লার শট আর্জেন্টিনা গোলরক্ষক ঠেকাতে না পারায় জয় নিশ্চিত হয়ে যায় পর্তুগালের।

অলিম্পিক ফুটবলে গত ২০ বছরের মধ্যে এই প্রথম হারলো ২০০৪ ও ২০০৮ সালে সোনা জেতা আর্জেন্টিনা। ২০০০ ও ২০১২ অলিম্পিকে খেলার সুযোগ পায়নি দিয়েগো মারাদোনার দেশ।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় ‘ডি’ গ্রুপের ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে পর্তুগাল। রাত তিনটায় আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া।