রিয়ালেই থাকছে হামেস: জিদান

কলম্বিয়ার তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেস রিয়াল মাদ্রিদেই থাকছেন বলে জানিয়েছেন ক্লাবটির কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2016, 12:02 PM
Updated : 27 July 2016, 12:39 PM

সম্প্রতি ইংল্যান্ড ও স্পেনের গণমাধ্যমে খবর বের হয়, ম্যানচেস্টার ইউনাইটেডসহ ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব রদ্রিগেসকে পেতে বেশ আগ্রহী। তবে জিদান নিশ্চিত করেন, ২০১৪ সালের বিশ্বকাপের পর মোনাকো থেকে রিয়ালে নাম লেখানো ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার কোথাও যাচ্ছেন না।

জিদান বলেন, “হামেস রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। আমাদের খুব ভালো একটি দল আছে, এই দল নিয়ে আমরা (শিরোপা) জিতেছি এবং হামেস দলটির আরেকজন সদস্য। সে রিয়াল মাদ্রিদেই থাকবে।”

সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটিতে প্রথম মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচ খেলে ১৭টি গোল করেন আর সতীর্থদের দিয়ে করান ১৭টি গোল।

২৫ বছর বয়সী রদ্রিগেস গত মৌসুমে এই ফর্ম আর দেখাতে পারেননি। শুরুর একাদশেও অনিয়মিত হয়ে পড়েন তিনি। গত মৌসুমে কেবল ২১টি ম্যাচে রিয়ালের শুরুর একাদশে জায়গা পান রদ্রিগেস।