রেকর্ড গড়ে ইউভেন্তুসে হিগুয়াইন

ইতালির ফুটবলে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে নাপোলি থেকে ইউভেন্তুসে যোগ দিয়েছেন গনসালো হিগুয়াইন। আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডের জন্য ৯ কোটি ইউরো খরচ হচ্ছে সেরি আর চ্যাম্পিয়নদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2016, 05:12 PM
Updated : 26 July 2016, 05:12 PM

বেশ কয়েক দিন ধরেই হিগুয়াইনের ইউভেন্তুসে যাওয়া নিয়ে কথা হচ্ছিল। সেরি আর ওয়েবসাইটে মঙ্গলবার এটি নিশ্চিত করা হয়।

ইউভেন্তুসের সঙ্গে চার বছরের চুক্তি হয়েছে হিগুয়াইনের। ইতালিয়ান গণমাধ্যমগুলো বলছে, মৌসুমে ৭৫ লাখ ডলার করে পাবেন তিনি।

‘বাই আউট ক্লজ’ মিটিয়ে হিগুয়াইনকে নিতে ফুটবল বিশ্বে তৃতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি দিচ্ছে ইউভেন্তুস। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্তিয়ানো রোনালদোকে কিনতে ৯ কোটি ৪০ লাখ ইউরো খরচ করে রিয়াল মাদ্রিদ। তিন বছর পর টটেনহ্যাম হটস্পার থেকে গ্যারেথ বেলকে ১০ কোটি ইউরো ট্রান্সফার ফি দিয়ে এই রেকর্ড ভাঙে স্প্যানিশ ক্লাবটি।

আলভারো মোরাতা রিয়াল মাদ্রিদে ফেরত যাওয়ায় ইউভেন্তুসের একজন স্ট্রাইকারের প্রয়োজন ছিল। তারা গত মৌসুমে সেরি আর সর্বোচ্চ গোলদাতাকেই পেল।

২৮ বছর বয়সী হিগুয়াইন গত মৌসুমে সেরি আয় ৩৫টি ম্যাচ খেলে ৩৬টি গোল করে নাপোলিকে রানার্সআপ করতে বড় ভূমিকা রাখেন।