ভুটান ম্যাচের প্রাথমিক দলে ৩ নতুন মুখ

এশিয়ান কাপের বাছাইপর্বে ওঠার প্লে-অফে ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক দলে তিন নতুন খেলোয়াড় কাওসার আল রাব্বী, জাফর ইকবাল ও মোহাম্মদ আব্দুল্লাহ ঠাঁই পেয়েছেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2016, 02:48 PM
Updated : 12 July 2016, 12:03 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রোববার ঘোষিত ৩২ জনের দলে নতুন তিন জনই আক্রমণভাগের খেলোয়াড়। রাব্বী ব্রাদার্স ইউনিয়নের ফরোয়ার্ড। আর জাফর ও আব্দুল্লাহ সব শেষ ফেডারেশন কাপে আরামবাগ ক্রীড়া সংঘের জার্সিতে আলো ছড়ানোর পুরস্কার পেয়েছেন।

৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১১ অক্টোবর ভুটানের মাঠে প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলবে বাংলাদেশ। বাছাই পর্বে খেলার এটাই মামুনুলদের জন্য শেষ সুযোগ।

ভুটান ম্যাচের আগে নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ ঢাকায় আয়োজনের পরিকল্পনা থেকেও সরে এসেছে বাফুফে। ন্যাশনাল টিমস কমিটির এ সিদ্ধান্তের ফলে ভুটান ম্যাচের আগে শিষ্যদের ম্যাচ খেলিয়ে পরখ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন না নতুন কোচ টম সেইন্টফিট।

আগামী মঙ্গলবার প্রাথমিক দলে ঠাঁই পাওয়া খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দেবেন। একই দিনে নতুন শিষ্যদের নিয়ে সেইন্টফিট কাজ শুরু করবেন বলেও সাংবাদিকদের জানান বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

আগামী ২৪ জুলাই শুরু হবে প্রিমিয়ার লিগ। এর আগে মামুনুল-জাফররা লিগের জন্য ক্লাবে ফিরে যাবেন বলেও জানান সোহাগ।

“অল্প কয়েক দিনের ক্যাম্পের পর ফুটবলাররা ফিরে যাবেন ক্লাবে। অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে যাবেন কোচও। লিগ শুরু হলে কোচ ফিরে আসবেন এবং প্রতিটি ভেন্যুতে গিয়ে লিগের খেলা দেখবেন।”

৩২ জনের প্রাথমিক দল: রাসেল মাহমুদ লিটন, শহিদুল ইসলাম সোহেল, আশরাফুল ইসলাম রানা, মাজহারুল ইসলাম হিমেল, রায়হান হোসেন, নাসিরউদ্দিন চৌধূরী, তপু বর্মন, ইয়ামিন আহমেদ, মামুন মিয়া, শাকিল আহমেদ, আশরাফুল ইসলাম, রেজাউল করিম, প্রাণতোষ কুমার, জাফর ইকবাল, ওয়ালী ফয়সাল, জামাল ভূইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, মোনায়েম খান রাজু, শাহেদুল আলম শাহেদ, মাশুক মিয়া জনি, শাহেদুল আলম (জুনিয়র), ইমন মাহমুদ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, কাওসার আল রাব্বী, তৌহিদুল আলম, মোহাম্মদ আব্দুল্লাহ, জুয়েল রানা, রুবেল মিয়া, জাদিহ হোসেন, নাবীব নেওয়াজ জীবন ও সৈয়দ রাশেদ তুর্য্য।