মাতুইদির বর্ষসেরা গ্রিজমান

আতলেতিকো মাদ্রিদের হয়ে অসাধারণ একটি মৌসুম কাটিয়ে আসা অঁতোয়ান গ্রিজমান ইউরোতেও আলো ছড়িয়ে যাচ্ছেন। তারকা এই ফরোয়ার্ডের পারফরম্যান্সে মুগ্ধ তার ফ্রান্স দলের সতীর্থ ব্লেইস মাতুইদি বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে তাকেই এগিয়ে রাখছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2016, 08:46 AM
Updated : 12 July 2016, 12:16 PM

স্পেনের ক্লাব আতলেতিকোর হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩২ গোল করেন গ্রিজমান। এবারের ইউরোতে এরই মধ্যে ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন তিনি। ৩ গোল নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

সাঁ-দেনিতে আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ রোনালদোর দল পর্তুগাল।

প্রতি বছর জাতীয় দলগুলোর কোচ, অধিনায়ক ও নির্বাচিত সাংবাদিকদের ভোটে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়া হয়। এ ক্ষেত্রে ফ্রান্সের মিডফিল্ডার মাতুইদির কোনো ভোট নেই। তবে ভোট থাকলে তিনি সতীর্থ গ্রিজমানকেই বেছে নিতেন।

“আমি মনে করি, এ মৌসুমে আর এই প্রতিযোগিতায় যা করেছে এর জন্য গ্রিজমান ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার।”

“আমার ভোট দিতে হলে আমি তাকেই দিতাম। সে যা করেছে তা অসাধারণ। আমি আশা করি, এটা অব্যাহত থাকবে।”

মাতুইদি অবশ্য ফাইনালের প্রতিপক্ষ রোনালদোর কীর্তিকেও বড় করে দেখছেন।

“রোনালদোরও এটা প্রাপ্য, তারও ভালো একটি মৌসুম কেটেছে এবং এই প্রতিযোগিতায় দারুণ খেলছে।”

ফাইনালের লড়াইটা শুধুই গ্রিজমান আর রোনালদোর নয় বলেই মনে করেন মাতুইদি।

“এটা তার (গ্রিজমান) আর রোনালদোর ম্যাচ নয়, এটা ফ্রান্স ও পর্তুগালের ম্যাচ।”