জাতীয় দল ও ক্লাবের ব্যস্ত সূচি সামনে রেখে আগামী অগাস্টে ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান।
Published : 17 Jul 2023, 08:27 PM
আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডো ও অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই রয়েছে। অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাই, একই মাসে আছে এশিয়ান গেমসের খেলাও। এছাড়াও দুই ক্লাব বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডেরও সমসাময়িক সময়ে আছে এএফসি কাপের ম্যাচ। জাতীয় দল ও ক্লাব দুটির ব্যস্ত সূচি সামনে রেখে পরিকল্পনা সাজিয়েছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সেমি-ফাইনালে তোলা কোচ হাভিয়ের কাবরেরার কাঁধেই আস্থা রাখছে তারা।
প্রতিযোগিতাগুলো কাছাকাছি সময়ে হওয়ায় নিজেদের করণীয় ঠিক করতে সোমবার বৈঠকে বসেছিল ন্যাশনাল টিমস কমিটি। থাইল্যান্ডে হতে যাওয়া অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ের জন্য অবশ্য দেশি কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
লিগে শেখ রাসেল ক্রীড়া চক্রের দায়িত্বে থাকা জুলফিকার মাহমুদ মিন্টুর হাতে বয়সভিত্তিক দলটি তুলে দেওয়ার কথা সভাশেষে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
“সামনেই বেশ কয়েকটি প্রতিযোগিতা আছে। সেপ্টেম্বরের উইন্ডো, এরপর থাইল্যান্ডে অনূর্ধ্ব-২৩ দলের, অক্টোবরের বিশ্বকাপ বাছাই ও এশিয়ান গেমস আছে। বসুন্ধুরা কিংস ও আবাহনীর এএফসি কাপের খেলা থাকবে। এই ম্যাচগুলো খুব কাছাকাছি সময়ে, ফলে সবকিছু আমাদের ম্যানেজ করতে হবে। জাতীয় দলে যে কোচ (হাভিয়ের কাবরেরা) আছেন, তিনিই থাকবেন।”
“অনূর্ধ্ব-২৩ দলের জন্য আমরা জুলফিকার আহমেদ মিন্টুকে মনোনীত করেছি, তার সাথেও এ ব্যাপারে আলোচনা চলছে। তার সাথে আমাদের কোচ কায়সার পারভেজ থাকবে। এশিয়ান গেমসে ন্যাশনাল টিমের কোচই দায়িত্ব পালন করবেন। সেপ্টেম্বরের ফিফা ফ্রেন্ডলির জন্য আমরা একটা দেশকে আমন্ত্রণ জানাব আমাদের এখানে এসে দুইটা ম্যাচ খেলার জন্য।”
ব্যস্ত সূচি মাথায় রেখে জাতীয় দলের ক্যাম্প ২০ অগাস্ট থেকে শুরুর পরিকল্পনা কমিটির। বসুন্ধরা কিংস ও আবাহনী এএফসি কাপের বিষয়টি আমলে নিয়ে তাদের খেলোয়াড়দের ছাড়াই ক্যাম্প শুরুর ভাবনাও জানালেন নাবিল।
“জাতীয় দলের ক্যাম্প ২০ অগাস্ট থেকে শুরু হবে, এরকম ব্যবস্থাপনা করেছি। অনূর্ধ্ব-২৩-এর প্রস্তুতির দিনক্ষণ চূড়ান্ত হয়নি, অগাস্টেই শুরু হবে। এশিয়ান গেমসের ২২ জনের দল চূড়ান্ত করা হয়ে গেছে। সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। ফিফা উইন্ডোর ম্যাচগুলোর ভেন্যু সিলেট হতে পারে।”
“বসুন্ধরা কিংস এরই মধ্যে আমাদের জানিয়ে দিয়েছে, ওই সময়ে তাদের খেলা আছে, ফলে তাদের খেলোয়াড়রা খেলতে পারবে না। খুব সম্ভবত বিষয়গুলো আবাহনীর ক্ষেত্রেও তাই হবে। আপাতত আমরা ওদের খেলোয়াড়দের বাদ রেখেই চিন্তা করছি।”