ম্যানচেস্টার সিটিকে হারিয়ে খুশির জোয়ারে ভাসছেন আলেহান্দ্রো গারনাচো।
Published : 26 May 2024, 04:10 PM
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে ফলের পর কঠোর সমালোচনার মুখে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য স্বস্তি হয়ে এসেছে এফএ কাপ শিরোপা। ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারানোর পর সমালোচকদের যেন জবাব দিয়েছেন আলেহান্দ্রো গারনাচো। তরুণ আর্জেন্টাইন উইঙ্গার মনে করিয়ে দিয়েছেন, তাদের সম্ভাবনা দেখেননি বেশিরভাগই।
ওয়েম্বলিতে শনিবার এফএ কাপের ফাইনালে ২-১ গোলে জিতেছে ইউনাইটেড। ম্যানচেস্টারের দুই দলের লড়াইয়ে আলো ছড়িয়েছেন গারনাচো। দলকে এগিয়ে নেওয়ার পর কবি মেইনুর গোলেও রেখেছেন ভূমিকা।
শিরোপা জেতার পর মেইনুকে নিয়ে বিবিসিতে নিজের প্রতিক্রিয়া জানান গারনাচো।
“এটা অবিশ্বাস্য। কেউ আমাদের উপর আস্থা রাখেনি। কিন্তু আমরা একটি একটি দল এবং আমরা ঐক্যবদ্ধ। আমরা এমনভাবে লড়াই করেছি যেন, এটা আমাদের জীবনের শেষ ম্যাচ।”
প্রিমিয়ার লিগে এবার আট বছরের মধ্যে নিজেদের ষষ্ঠ ও টানা চতুর্থ শিরোপা জিতেছে সিটি। সেখানে মৌসুমজুড়ে অধারাবাহিক ফুটবলে ইউনাইটেড হয়েছে অষ্টম। হতাশার মৌসুমে অল্প যে দুয়েকজন আলোর রেখা ছড়িয়েছেন, তাদের একজন গারনাচো। তিনি আবার প্রশংসায় ভাসিয়েছেন আরেক ১৯ বছর বয়সী তরুণ মেইনুকে।
“মেইনু অবিশ্বাস্য। সে আমাদের সেরা খেলোয়াড় এবং সর্ব কনিষ্ঠ। আমরা ভালো বন্ধু এবং তার জন্য আমি খুশি।”
ইউনাইটেডের দ্বিতীয় গোলটি করা মেইনু জেতেন ম্যাচ সেরার পুরস্কার। তার কাছে এই জয় আগামী দিনে এগিয়ে যাওয়ার পাথেয়।
“উত্থান আর পতন নিয়ে খুব একটি মৌসুম ছিল। সামনের দিকে তাকানোর জন্য কেবল এই একটি ব্যাপারই ছিল।”
“আমরা জানতাম, আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। এই ম্যাচের প্রস্তুতি ছিল অসাধারণ। আমরা দেখিয়েছি, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে ও জিততে পারি।”