ক্লাব ফুটবল
নতুন মৌসুমের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সামনের দুই সপ্তাহ কঠোর পরিশ্রম করার কথা বললেন লিভারপুল কোচ আর্না স্লট।
Published : 04 Aug 2024, 04:31 PM
রেয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে জয়ে শুরু। এরপর আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয়; যুক্তরাষ্ট্র সফরে টানা তিন ম্যাচ জিততে পারায় তাই বেশ খুশি আর্না স্লট। তবে নতুন মৌসুমের চ্যালেঞ্জ নিতে আরও কঠোর পরিশ্রম করতে হবে বলে মনে করছেন ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটির কোচ।
যুক্তরাষ্ট্র সফরের শেষ ম্যাচে সাউথ ক্যারোলিনায় ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। প্রাক-মৌসুম পর্বের এই সফরে রেয়াল বেতিসের বিপক্ষে ওই জয়ের পর ইংল্যান্ডের আরেক ক্লাব আর্সেনালকে তারা হারিয়েছিল ২-১ গোলে।
তিন প্রস্তুতি ম্যাচে সবগুলোতে জয় পাওয়ায় এবারের সফরটিকে ইতিবাচক হিসেবে দেখছেন গত মে মাসে ইয়ুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত হওয়া ডাচ কোচ স্লট।
“হ্যাঁ, আমি (দলের পারফরম্যান্সে) সন্তুষ্ট, তবে পুরোপুরি নয়। আমরা ম্যাচের ফল নিয়ে খুব খুশি। দারুণ কিছু গোল করেছি। খুবই ইতিবাচক সফর।”
অবশ্য মাঠের পারফরম্যান্সে একদমই পিছিয়ে ছিল না ইউনাইটেড। পুরো ম্যাচে গোলের জন্য ১৮টি শট করে তারা। এর মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। কিন্তু জালের ঠিকানা খুঁজে নিতে পারেনি দলটি।
প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জ সামলে শেষ পর্যন্ত জিততে পারায় তাই খুশি স্লট। তবে দলের ঘাটতির জায়গাটাও তুলে ধরেন ৪৫ বছর বয়সী কোচ।
“আমার মনে হয় না, ম্যাচে আমাদের যথেষ্ট নিয়ন্ত্রণ ছিল। আমার মতে, আমরা একটু বেশিই সুযোগ দিয়েছি। ৩-০ ব্যবধানে পরাজয়ের চেয়ে একটু ভালো ফল ইউনাইটেডের প্রাপ্য। তবে আমরা সুযোগ কাজে লাগিয়ে গোল করেছি, এটিও আমাদের গুণ।”
“আমরা দেখব (ছুটি কাটিয়ে আসা) ফুটবলাররা কীভাবে দলের সঙ্গে মানিয়ে নেয়। প্রস্তুত হওয়ার জন্য সামনের দুই সপ্তাহ আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।”
আগামী ১৭ অগাস্ট ইপসউইচ টাউনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে যাত্রা শুরু করবে লিভারপুল।