চ্যাম্পিয়ন্স লিগ
জাদুকরি এক শট নিলেন ছোট্ট ইয়ামাল, বল হাওয়ায় ভেসে খুঁজে নিল ঠিকানা, গড়ে ফেললেন নতুন ইতিহাস।
Published : 12 Mar 2025, 12:41 AM
মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর থেকে অবিশ্বাস্য ছন্দে ছুটে চলেছেন লামিনে ইয়ামাল। ক্যারিয়ারের বয়স এখনও দুই বছর হয়নি, তাতেই গড়ে ফেলেছেন অনেক রেকর্ড ও কীর্তি। এবার গড়লেন আরও একটি, সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে গোল করলেন ও করালেন এই বিস্ময়বালক।
ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মঙ্গলবার বেনফিকার বিপক্ষে নতুন এই রেকর্ড গড়েন ইয়ামাল, ১৭ বছর ২৪১ দিন বয়সে।
ঘরের মাঠে রেকর্ডটি গড়ার পথে ইয়ামাল প্রথম পা ফেলেন একাদশ মিনিটে। তার পাস ধরে কাছ থেকে শটে দলকে এগিয়ে নেন রাফিনিয়া।
দুই মিনিটের মধ্যেই অবশ্য দারুণ হেডে সমতা ফেরান নিকোলাস ওতামেন্দি। এরপর, দলকে আবার এগিয়ে নেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ২০২৪ সালে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জয়ী ইয়ামাল।
রাফিনিয়ার ক্রস ধরে বক্সের ডান দিকে একজনের বাধা সামলে, বক্সের ভেতর দিয়ে বেরিয়ে এলেন বাইরে। এরপর জায়গা বানিয়ে নিলেন জাদুকরি শট, হাওয়ায় বল বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে খুঁজে পেল ঠিকানা। গোলরক্ষক ঝাঁপিয়েও বলের নাগাল পেলেন না।
এই প্রতিযোগিতায় সবচেয়ে কম বয়সে এক ম্যাচে গোল ও অ্যাসিস্টের আগের রেকর্ডটি ছিল ব্রিল এমবোলোর, ২০১৪ সালে লুদোগেরেতসের বিপক্ষে বাসলের হয়ে।
দুর্দান্ত রাফিনিয়া ও ইয়ামাল, দাপুটে জয়ে শেষ আটে বার্সেলোনা