প্রথমবারের মতো নেপালে কাবাডি সিরিজ খেলতে যাওয়া মেয়েরা হেরে গেল টানা দ্বিতীয় ম্যাচে।
Published : 21 Apr 2025, 06:48 PM
প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর এবার দারুণ লড়াই করল বাংলাদেশ। তবে হার এড়াতে পারল না। প্রথমবারের মতো নেপালে সিরিজ খেলতে গিয়ে বাংলাদেশ নারী কাবাডি দল হেরে গেল টানা দ্বিতীয় ম্যাচে।
লোলিতপুরের সাতদোবাদোয় সোমবার বাংলাদেশ হেরেছে ২৯-২২ পয়েন্টে। আগের দিন প্রথম ম্যাচে সফরকারীরা হেরেছিল ৪১-১৮ পয়েন্টে।
পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
ভ্রমণের ক্লান্তি কাটিয়ে দ্বিতীয় ম্যাচে ভালো কিছু করার চেষ্টায় ছিল বাংলাদেশ। এদিন খেলায় ভালো গতি ছিল বাংলাদেশের খেলোয়াড়দের। তবে ১০ পয়েন্টে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা। প্রথমার্ধে নেপালের পয়েন্ট ছিল ১৮, বাংলাদেশের ৮। প্রথম ম্যাচেও প্রথমার্ধে নেপালের পয়েন্ট ছিল ১৮, বাংলাদেশের ছিল ৬ পয়েন্ট।
বিরতি থেকে ফিরে দারুণ খেলেছে বাংলাদেশ। সুপার ট্যাকল করে বেশ কয়েকটি পয়েন্ট আদায় করে নিয়েছে তারা। দ্বিতীয় অর্ধে নেপালের চেয়ে বেশি পয়েন্ট পেয়েছে বাংলাদেশ; ১৪ পয়েন্ট পেয়েছেন শ্রাবণী, বৃষ্টিরা আর নেপাল পেয়েছে ১১ পয়েন্ট।
কিন্তু প্রথমার্ধে পিছিয়ে থাকায় হেরে ম্যাচ শেষ করে বাংলাদেশ দল।
একই মাঠে সিরিজের তৃতীয় ম্যাচ মঙ্গলবার।