বাংলাদেশ প্রিমিয়ার লিগ
শুরুর ধাক্কা সামলে ১৪ মিনিটে চার গোল করে বড় জয় পেল লিগ চ্যাম্পিয়নরা।
Published : 10 Jan 2025, 07:44 PM
মাঠের খেলা শুরু হতেই যেন এলোমেলো হয়ে গেল বসুন্ধরা কিংস। তপু বর্মনের ব্যাক পাস পেয়ে মেহেদী হাসান শ্রাবণ বল বাড়ালেন টুটুল হোসেন বাদশাকে, তিনি আবার দিলেন ফিরতি পাস এবং এরপরই গড়বড়, অবিশ্বাস্যভাবে গতিহীন বল শ্রাবণের পায়ের তলা দিয়ে গড়িয়ে চলে গেল জালে! ঘড়ির কাটায় সময় তখন মাত্র ২ মিনিট। এই ধাক্কা অবশ্য দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে সামলে নিল বসুন্ধরা কিংস। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবটি হারিয়েই ছাড়ল মাঠ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার ফকিরেরপুলকে ৪-১ গোলে হারিয়েছে কিংস। শুরুতে পিছিয়ে পড়া দলকে সমতার স্বস্তি এনে দেন জোনাথন ফের্নান্দেস। এরপর ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম ও রাকিব হোসেনের লক্ষ্যভেদে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে লিগের শিরোপাধারীরা।
ওই আত্মঘাতী গোলের পর কিংস খেতে পারতো আরও বড় ধাক্কা। একটু পর ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে রাফায়েল টুডুর জোরাল শট দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসে জমিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি শ্রাবণ।
সময় গড়ানোর সাথে সাথে অবশ্য নিজেদের গুছিয়ে নিতে থাকে কিংস।
ফকিরেরপুলের আত্মবিশ্বাসে চোট লাগে ৩১তম মিনিটে। রাব্বি হোসেন রাহুলকে ফাউল করে তিয়াস দাস দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। এই ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ভিডিও রিপ্লেতে দেখা যায় রাহুলের সাথে তেমন সংঘর্ষ হয়নি তিয়াসের।
প্রথমার্ধের শেষ দিকে ফকিরেরপুলের রক্ষণে দফায় দফায় হানা দিতে থাকে মরিয়া কিংস। রাকিব হোসেনের শট ঝাঁপিয়ে আটকান গোলকিপার; রাহুলের শট যায় বাইরে। ৪২তম মিনিটে বক্সের বাইরে থেকে ফের্নান্দেসের শটও গ্লাভসে জমান বাপ্পি হোসেন।
কিংসের আক্রমণের তোপের মধ্যে ফকিরেরপুলও পাল্টা দেওয়ার চেষ্টা করে। ৪৪তম মিনিটে টুডুর শট কাঁপায় কিংসের বাইরের জাল।
বিরতির পর স্বরূপে ফেরে কিংস। স্বস্তির উপলক্ষ তারা পায় ৬৯তম মিনিটে। মজিবুর রহমান জনির রক্ষণচেরা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন ফের্নান্দেস। ঠাণ্ডা মাথায় নিচু শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
এরপর কিংসের তিন মিনিটের ঝড়ে এলোমেলো হয়ে যায় ফকিরেরপুল।
৭২তম মিনিটে সোহেল রানার পাস নিয়ন্ত্রণে রাখতে পারেননি ফের্নান্দেস। বল চলে যায় পাশে ফাহিমের কাছে। নিখুঁত কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। এরপর সোহেলের পাস ফের্নান্দেস ফ্লিকে বাড়িয়ে দেন রফিকুলকে; ডান পায়ের কোনাকুনি শটে বল ঠিকানায় পৌঁছে দেন বদলি নামা এই ফরোয়ার্ড।
৮৩তম মিনিটে বাঁ পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে রাকিব লক্ষ্যভেদ করলে নিশ্চিত হয়ে যায় কিংসের চতুর্থ জয়।
কিংস সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে তারা।