ইংলিশ ফুটবল
কঠিন সময়ে ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াবে ম্যানচেস্টার সিটি, বিশ্বাস দলটির পর্তুগিজ ডিফেন্ডারের।
Published : 12 Nov 2024, 05:06 PM
হুট করে পথ হারিয়ে ফেলা ম্যানচেস্টার সিটিকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখতে পারবে তো দলটি, উঠতে শুরু করেছে এমন প্রশ্ন। এসব আমলে নিচ্ছেন না রুবেন দিয়াস। শিরোপার দৌড়ে তাদেরকে গোনায় না ধরতে সমালোচকদের বলেছেন ইংলিশ ক্লাবটির এই ডিফেন্ডার।
চলতি মৌসুমের শুরুটা ভালোই হয়েছিল সিটির। কিন্তু ৩০ অক্টোবর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে হেরে লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর দিশা হারিয়ে ফেলে তারা। পরের ছয় দিনের মধ্যে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মাঠে ২-১ ও চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিং লিসবনের মাঠে ৪-১ গোলে হেরে যায় গুয়ার্দিওলার দল।
সবশেষ তাদের পরাজয় শক্তিতে পিছিয়ে থাকা ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে ২-১ গোলে। এই হারে লিগ টেবিলে শীর্ষে থাকা লিভারপুল থেকে ৫ পয়েন্টে পিছিয়ে গেছে সিটি। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গত চার আসরের চ্যাম্পিয়নরা।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার পরাজয়, এমন অভিজ্ঞতা ২০০৬ সালের পর হল সিটির। আর দলটির কোচ পেপ গুয়ার্দিওলার কোচিং ক্যারিয়ারে তো এর আগে আসেনি এমন সময়। এই প্রথম টানা ৪ ম্যাচ হারের তেতো স্বাদ পেলেন তিনি।
সব মিলিয়ে সিটির পঞ্চম লিগ শিরোপা জেতা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আর এটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন পর্তুগিজ ফুটবলার দিয়াস। সমালোচকদের তাদের নিয়ে দ্বিধায় থাকতে বলেছেন তিনি।
“আমি বলব, দয়া করে আমাদের নিয়ে সংশয়ে থাকুন, দ্বিধাহীনভাবে এটা করুন। আমরা যখন ট্রেবল জিতেছিলাম, সেবারও জানুয়ারিকে অন্ধকার বলে অভিহিত করেছিলাম। আমরা কঠিন সময় পার করেছি। কিন্তু যা হওয়ার তাই হয়েছে।”
“গুরুত্বপূর্ণ হলো, এই মুহূর্তগুলো থেকে আপনি কীভাবে ঘুরে দাঁড়ান। এই কারণেই আমাদের দল এত কিছু জিতেছে। কারণ কঠিন মুহূর্তে দৃঢ়তা আসে এবং আমরা ঐক্যবদ্ধ থাকি। ”
আন্তর্জাতিক বিরতির পর টটেনহ্যাম হটস্পার ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর অভিযান শুরু হবে সিটির। লিগ ম্যাচে আগামী ২৩ নভেম্বর মুখোমুখি হবে দল দুটি।