ইংলিশ ফুটবল
অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরির মতে, তার দলকে শক্তিশালী করে তোলায় ভূমিকা রাখছেন এই দুই নতুন খেলোয়াড়।
Published : 01 Mar 2025, 05:25 PM
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে অ্যাস্টন ভিলায় গিয়ে ভালোই খেলছেন মার্কাস র্যাশফোর্ড। জানুয়ারিতে পিএসজি থেকে ধারে দলটিতে যোগ দেওয়া মার্কো আসেন্সিও ছড়াচ্ছেন আলো। তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট উনাই এমেরি। ভিলা কোচের মতে, খুব দ্রুত নতুন ঠিকানায় মানিয়ে নিচ্ছে র্যাশফোর্ড ও আসেন্সিও।
ইউনাইটেডে টানা ১১ ম্যাচে খেলার সুযোগ পাননি র্যাশফোর্ড। যার মধ্যে ১০ ম্যাচে তো তাকে দলেই রাখেননি কোচ হুবেন আমুরি। ছন্দের খোঁজে থাকা এই ইংলিশ উইঙ্গার ফেব্রুয়ারির শুরুতে ধারে পাড়ি জমান আরেক ইংলিশ ক্লাব ভিলায়।
দলটির হয়ে এরই মধ্যে ৬টি ম্যাচ খেলেছেন র্যাশফোর্ড। গোল করতে না পারলেও সেরা সময়ের কিছুটা ঝলক দেখিয়েছেন তিনি। এফএ কাপের পঞ্চম রাউন্ডে শুক্রবার কার্ডিফকে ২-০ গোলে হারানোর ম্যাচে একটি গোলে অবদান রাখেন তিনি।
আসেন্সিও করেন জোড়া গোল। এর আগে প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষেও জোড়া গোল করেন ২৯ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার। ম্যাচটি ২-১ গোলে জেতে ভিলা।
দলের নতুন দুই সদস্যদের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করলেন এমেরি।
“তারা এই দলের কৌশলের সঙ্গে মানিয়ে নিচ্ছে… এখানে তাদের অনেক দক্ষতা যোগ করার আছে, সাহায্য করার আছে, যেভাবে তারা করছে। তারা গোল করছে, সতীর্থদের জন্য অ্যাসিস্ট করছে, আমাদের কৌশলে খেলছে এবং স্বাচ্ছন্দ্যবোধ করছে।”
“তারা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। এটা গুরুত্বপূর্ণ যে, প্রত্যেক খেলোয়াড় কীভাবে আমাদের সহায়তা করার চেষ্টা করছে এবং আমাদের কাঠামোতে সাহায্য করছে, আমাদের যতটা সম্ভব শক্তিশালী করে তুলছে।”
লিগে ২৮ ম্যাচ খেলে ১১ জয় ও ৯ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে ভিলা। তাদের পরের লিগ ম্যাচ আগামী ৮ মার্চ ব্রেন্টফোর্ডের বিপক্ষে। এর আগে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ক্লাব ব্রুজের মুখোমুখি হবে তারা।