ভারতে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে জাতীয় রেকর্ড ভেঙেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট।
Published : 12 May 2024, 09:48 PM
ভারতের আমন্ত্রণমূলক জাতীয় সিনিয়র ফেডারেশন অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পোল ভোল্টে আলো ছড়িয়েছেন সৌরভ মিয়া। বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট সবাইকে পেছনে ফেলে হয়েছেন সেরা।
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতাটির পোল ভোল্টে ৪ দশমিক ৪০ মিটার লাফিয়ে সেরা হন সৌরভ।
বিদেশের মাঠে এই পারফরম্যান্সে জাতীয় রেকর্ডও ভেঙেছেন সৌরভ। ২০০৬ সালে বাংলাদেশ নৌবাহিনীর হুমায়ুন কবির ৪ দশমিক ৩৫ মিটার লাফিয়ে গড়েছিলেন আগের রেকর্ড।
এই প্রতিযোগিতায় পোল ভোল্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশের আরেক অ্যাথলেট মোহাম্মদ রাসেদ, তিনি লাফান ৪ দশমিক ২০ মিটার।
৪০০ মিটার হার্ডলসে লিবিয়া খাতুন সপ্তম হন; বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট সময় নেন ১ মিনিট ১৫.৭৩ সেকেন্ড ।
৯ অ্যাথলেটসহ ১০ সদস্যের বাংলাদেশ দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।