স্প্যানিশ ফুটবল
রেয়াল মাদ্রিদের পরাজয়ের পর সবটুকু দায় নিচ্ছেন কিলিয়ান এমবাপে, পরিস্থিতি বদলে দেওয়ার প্রতিজ্ঞা জানালেন তিনি।
Published : 05 Dec 2024, 01:25 PM
রেয়াল মাদ্রিদ তখন পিছিয়ে। সমতায় ফেরার সুবর্ণ এক সুযোগ এলো। কিন্তু পেনাল্টিতে গোল করতে পারলেন না কিলিয়ান এমবাপে! লিভারপুলের বিপক্ষে পেনাল্টিতে ব্যর্থ হওয়ার রেশ মিলিয়ে না যেতেই আরেকটি বড় সুযোগ হাতছাড়া। নিজের সেই ব্যর্থতার দায় সবটুকুই নিলেন এমবাপে। পাশাপাশি একটি প্রতিজ্ঞাও জানিয়ে রাখলেন তিনি, দুঃসময়কে পাল্টা জবাব দিয়ে জ্বলে উঠতে চান এখনই।
ওই পেনাল্টির মিনিট দশেক পরই অবশ্য সমতায় ফেরে রেয়াল। সেখানে ভূমিকা আছে ফরাসি ফরোয়ার্ডেরও। বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত শট কোনোরকমে ঠেকান গোলকিপার। কাছেই থাকা জুড বেলিংহ্যাম জালে পাঠিয়ে দেন বল। তবে রেয়ালের শেষ রক্ষা হয়নি।
ম্যাচে সমতা ফেরার মিনিট দুয়েক পর ফেদে ভালভের্দের বাজে ভুল থেকে বল পেয়ে গোল করে এগিয়ে যায় আথলেতিক বিলবাও। ম্যাচটি শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় রেয়াল।
এমবাপের পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে এমনিতে বেশ কিছুদিন ধরেই। লিভারপুলের বিপক্ষে পেনাল্টির ওই ব্যর্থতার পর তো আরও উচ্চকিত হয় তা। পরে লা লিগায় গেতাফের বিপক্ষে গোল করে কিছুটা স্বস্তির ছোঁয়া তিনি পান। ওই ম্যাচে রেয়াল পরে পেনাল্টি পেলেও এমবাপে শট নেননি। সেটি কাজে লাগান বেলিংহ্যাম। এই ম্যাচে আবার পেনাল্টি পেয়ে তিনি ব্যর্থ। গোলকিপারকে বিভ্রান্ত করতে পারেননি তিনি, বল কোনাকুনিও পাঠাতে পারেনি, শটে ছিল না খুব একটা জোর।
এমন ব্যর্থতায় তার হতাশায় নুইয়ে পড়ার কথা। তবে ম্যাচের পর সামাজিক মাধ্যমে তিনি শোনালেন আঁধার পেছনে ফেলে আলোয় ফেরার বার্তাও।
“বাজে ফল। খুঁটিনাটি সবকিছু যেখানে গুরুত্বপূর্ণ, এমন ম্যাচে এটা বড় ভুল। এর সবটুকু দায় আমি নিচ্ছি। সময়টা কঠিন। তবে পরিস্থিতি বদলে দেওয়ার এবং আমি কে, তা দেখিয়ে দেওয়ার সেরা সময় এখনই।”
আথলেতিকের গোলকিপার জুলেন আহিররেসাবালা ম্যাচের পর বললেন, এমবাপের শটের নিশানা তিনি ঠিকঠাক অনুমান করতে পেরেছিলেন।
“এখন তো আমরা এসব নিয়ে অনেক গবেষণা করি। জানতাম, পেনাল্টিতে সে ভালো নেয়। যদিও মাত্রই একটি সুযোগ হাতছাড়া করেছে (লিভারপুলের বিপক্ষে) এবং আমার মনে হচ্ছিল, আবার একই দিক দিয়ে শট নেবে সে। সৌভাগ্যবশত সেটিই হয়েছে।”
ভুল স্বীকার বা দায় নেওয়ার ক্ষেত্রে এমবাপে এ দিন একা নন। এমনিতে যিনি খুব একটা ভুল করেন না, রেয়ালের সবচেয়ে ধারাবাহিক ফুটবলার বলা যায় যাকে, সেই ফেদে ভালভের্দেও তার এ দিনের ভুলের জন্য দুঃখপ্রকাশ করেন এবং সামনে পুষিয়ে দেওয়ার প্রতিজ্ঞার কথা শোনান।
“আজকে বড় ধাক্কা লেগেছে। আমি দায় নিচ্ছি, ভুল স্বীকার করছি এবং ক্ষমা প্রাথর্না করছি।”
“সতীর্থ ও সমর্থকদের বলছি, আমি জানি, এটা ফুটবল এবং অনেক কিছুই হতে পারে। তবে এসব আমার কাছে নতুন নয় এবং নিজের ভুলের জন্য নিজেকে তুলে ধরতে থামতে চাইনি আমি। পথের এখনও অনেক বাকি, অনেক প্রতিযোগিতা আছে এবং অনেক আনন্দও বাকি।”