চ্যাম্পিয়ন্স লিগ
ব্রেস্তের বিপক্ষে ফরাসি তারকার আরেকটি জাদুকরি পারফরম্যান্সের পর তাকে প্রশংসায় ভাসিয়েছেন পিএসজি কোচ।
Published : 12 Feb 2025, 05:14 PM
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা উসমান দেম্বেলে আরও একবার জ্বলে উঠেছেন ব্রেস্তের বিপক্ষে। দলের জয়ের ম্যাচে চমৎকার দুটি গোল করেছেন তিনি। ফরাসি উইঙ্গারের পারফরম্যান্সে খুব খুশি কোচ লুইস এনরিকে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে-অফের প্রথম লেগে মঙ্গলবার ব্রেস্তকে তাদের মাঠেই ৩-০ গোলে হারায় পিএসজি। ভিতিনিয়া পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেওয়ার পর দুই অর্ধে দুটি গোল করেন দেম্বেলে।
এই মাসের শুরুতে ব্রেস্তের বিপক্ষে লিগ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির সবশেষ চার ম্যাচে টানা দুটি হ্যাটট্রিকের পর, টানা দুই ম্যাচে দুটি করে গোল করলেন ২৭ বছর বয়সী ফুটবলার। দলের সবশেষ ১১ ম্যাচে তার মোট গোল ১৮টি।
ব্রেস্তের বিপক্ষে দেম্বেলের আরেকটি জাদুকরি পারফরম্যান্সের পর তার প্রশংসা করতে গিয়ে পিএসজি কোচ টেনে আনেন ভিডিও গেম গ্যাজেট ‘প্লেস্টেশন’ এর প্রসঙ্গ।
“আপনাদের তাকে জিজ্ঞেস করতে হবে যে, ক্রিসমাসে সে কী খেয়েছিল। আত্মবিশ্বাসে ভরপুর একজন খেলোয়াড় সে। ছোটবেলায় যখন প্লেস্টেশন খেলতাম, খেলা পরিবর্তনের জন্য যেমন খেলোয়াড় নেছে নিতাম, সে তেমনই একজন।”
পিএসজির হয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে দেম্বেলের গোল ছিল মোটে ৬টি। সেখানে চলতি মৌসুমে ২৮ ম্যাচেই তার গোল হয়ে গেছে ২৩টি।
নিজের এমন ফর্মের জন্য দেম্বেলে কৃতিত্ব দিলেন তার সতীর্থদের।
“কাজটা সহজ ছিল না। ব্রেস্ত এমন একটি দল, যাদের খুব ভালোভাবে জানি আমরা। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মনোযোগী ছিলাম এবং কাজ শেষ করেছি। কিন্তু এখনও সবকিছু শেষ হয়নি, ফিরতি লেগে আমাদের মনোযোগী থাকতে হবে।”