কোপা আমেরিকা
ক্লাব সতীর্থের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড।
Published : 20 Jun 2024, 04:56 PM
টটেনহ্যাম সতীর্থ রদ্রিগো বেন্তানকুরের বৈষম্যমূলক মন্তব্য মনে রাখতে চান না সন হিউং-মিন। উরুগুয়ের এই মিডফিল্ডারকে ক্ষমা করে দিয়েছেন দিয়েছেন দক্ষিণ কোরিয়ার এই তারকা ফরোয়ার্ড।
কয়েক দিন আগে উরুগুয়ের টেলিভিশন অনুষ্ঠান পর লা কামিসেতায় কথা বলার সময় সনকে নিয়ে মজার ছলে বেন্তানকুর বলে বসেন, দক্ষিণ কোরিয়ার ‘সবাই দেখতে একই রকম।’ তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিজের ভুল বুঝতে পারেন বেন্তানকুর। সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে সনের কাছে ক্ষমা চান তিনি।
ইনস্টাগ্রামে বেন্তানকুরকে ক্ষমা করে দেওয়ার কথা জানিয়ে সতীর্থের পাশে দাঁড়ান টটেনহ্যাম ও দক্ষিণ কোরিয়া অধিনায়ক।
“লোলোর (বেন্তানকুর) সঙ্গে কথা বলেছি। সে একটা ভুল করেছে, এটা সে জানে এবং ক্ষমা চেয়েছে। লোলো কখনও ইচ্ছাকৃতভাবে আপত্তিকর কিছু বলতে চায় না। আমরা ভাই ভাই, কিছুই বদলায়নি”
“আমাদের কাছে এটা অতীত হয়ে গেছে, আমরা ঐক্যবদ্ধ এবং আমরা প্রাক-মৌসুমে একত্রিত হয়ে আমাদের ক্লাবের জন্য লড়াই করব।”
কোপা আমেরিকার উরুগুয়ে দলে আছেন বেন্তানকুর। পানামা ম্যাচ দিয়ে আগামী ২৪ জুন লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধারের অভিযান শুরু করবে উরুগুয়ে। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বলিভিয়া ও যুক্তরাষ্ট্র।