ইতালিয়ান ফুটবল
ক্লাবের অনুশীলন মাঠে একটি হুমকিমূলক ব্যানার ঝুলিয়ে দেওয়ার পর লিনা সোলোকোর বাড়তি নিরাপত্তার প্রয়োজন আছে কি-না, তা মূল্যায়ন করছে পুলিশ।
Published : 22 Sep 2024, 08:13 PM
কোচের পদ থেকে দানিয়েলে দে রস্সিকে সরিয়ে দেওয়ার পর থেকে ক্ষোভে ফুঁসছে রোমার সমর্থকরা। এর প্রেক্ষিতে পদত্যাগ করেছেন ইতালিয়ান ক্লাবটির প্রধান নির্বাহী লিনা সোলোকো।
সেরি আর দলটি রোববার বিবৃতি দিয়ে জানিয়েছে এই খবর।
ইতালিয়ান গণমাধ্যমের খবর, ক্লাবের অনুশীলন মাঠে একটি হুমকিমূলক ব্যানার ঝুলিয়ে দেওয়ার পর সোলোকোর বাড়তি নিরাপত্তার প্রয়োজন আছে কি-না, তা মূল্যায়ন করছে পুলিশ।
চলতি মৌসুমে সেরি আয় প্রথম চার ম্যাচে জয়হীন থাকার পর গত বুধবার বরখাস্ত করা হয় দে রস্সিকে। এরপরই সমর্থকদের তোপের মুখে পড়েন সোলোকো।
খেলোয়াড় হিসেবে প্রায় দুই দশক রোমায় কাটানো দে রস্সিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় গত জানুয়ারিতে। পর্তুগিজ কোচ জোসে মরিনিয়োকে সরিয়ে দেওয়ার পর দায়িত্ব পান তিনি। প্রথমে ৬ মাসের জন্য ইতালির সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করে ক্লাবটি।
পরে গত জুনে দে রস্সির সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ায় রোমা। কিন্তু দলের বাজে পারফরম্যান্সে আগেভাগে বিদায় নিতে হয় তাকে।
গ্রিক ক্রীড়া আইনজীবী সোলোকো রোমার প্রধান নির্বাহীর দায়িত্ব পান গত বছরের এপ্রিলে। এর আগে গ্রীক ক্লাব অলিম্পিয়াকোসের প্রধান নির্বাহী ছিলেন তিনি।