বাংলাদেশ প্রিমিয়ার লিগ
প্রিমিয়ার লিগে আট ম্যাচের সবগুলো জিতে টেবিলে শীর্ষস্থান আরও সংহত করেছে সাদাকালো জার্সিধারীরা।
Published : 17 Jan 2025, 05:13 PM
ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও ব্রাদার্স ইউনিয়নকে সেভাবে চেপে ধরতে পারল না মোহামেডান। তবে শুরুর ওই গোল আগলে রেখে প্রিমিয়ার লিগে জয়রথেই থাকল আলফাজ আহমেদের দল।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার ব্রাদার্সকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান। জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে।
লিগে দুর্বার গতিতে এগিয়ে চলা মোহামেডান জিতল আট ম্যাচের সবগুলোই। ২৪ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষস্থান আরও সংহত করেছে সাদাকালো জার্সিধারীরা।
আত্মবিশ্বাসী মোহামেডান এগিয়ে যায় দ্বাদশ মিনিটে। বক্সের বাইরে ডিফেন্ডাররা তালগোল পাকালে বল চলে যায় জুয়েল মিয়ার পায়ে, নিখুঁত থ্রু পাস বাড়ান তিনি। বল পেয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন সানডে।
প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থের ক্রসে সুশান্ত ত্রিপুরার হেড পোস্টের বাইরে গেলে ব্রাদার্সের ভালো একটি সুযোগ নষ্ট হয়। বিরতির আগ মুহূর্তে সুলেমানে দিয়াবাতের পাসে জুয়েলের শট আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি আশরাফুল আলম রানা।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা ছিল না মোহামেডানের। ৫৬তম মিনিটে সতীর্থের পাসে সানডের শট ক্রস বারের ওপর দিয়ে যায়। এরপর থেকে মোহামেডান গোল আগলে রাখার দিকেই মনোযোগী হয় বেশি।
যোগ করা সময়ে সমতার সুবর্ণ সুযোগ হেলায় হারান চিক সিনে। ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষক বরাবর শট নেন সেনেগালের এই ফরোয়ার্ড। গোলকিপার সুজন হোসেন ফিস্ট করলে বল ফের চলে যায় সিনের পায়ে, এবার ফাঁকা পোস্ট পেয়েও উড়িয়ে মারেন তিনি! তাতে ব্রাদার্সের আর সমতায় ফেরা হয়নি, তৃতীয় হার নিয়ে ছাড়তে হয় মাঠ।
দিনের অন্য ম্যাচে, ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। টানা সাত হরের পর অবশেষে বৃত্ত ভেঙে জয়ের দেখা পেল তারা। পয়েন্টের খাতা খুলতে পারলেও বন্দরনগরীর দলটি আছে টেবিলে তলানিতে।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। টানা তিন হারের পর জয়ে ফেরা ফকিরেরপুল ৬ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।