আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
মালদ্বীপের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ সামনে রেখে শনিবার মাঠের অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।
Published : 02 Nov 2024, 06:29 PM
লেবাননের বিপক্ষে ড্র আর ফিলিস্তিনের বিপক্ষে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে হারতে না হলে র্যাঙ্কিংয়ে উন্নতি হতো। সেক্ষেত্রে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে তিন নম্বর পটে থাকা সহজ হতো বাংলাদেশের জন্য। সে সুযোগ অবশ্য এখনও শেষ হয়ে যায়নি। মালদ্বীপের বিপক্ষে দুই প্রীতি ম্যাচকে র্যাঙ্কিংয়ে উন্নতির আরেকটি সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামী ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শনিবার এই ভেন্যুতে প্রস্তুতি শুরু করেছেন কাবরেরা। এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার কারণে কিংসের খেলোয়াড়দের এখনও দলে পাননি এই স্প্যানিশ কোচ।
টানা তিন হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে কিংস। দ্রুতই তাদের খেলোয়াড়রা যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। কাবরেরার তাই হাতে সময় আছে দল গুছিয়ে নেওয়ার। তবে ঘরোয়া মৌসুম দুই দফা না পিছিয়ে যথা সময়ে শুরু হয়ে গেলে খেলোয়াড়রা খেলার মধ্যে থাকলে, সেটা আরও ভালো হত বলে মনে করেন কোচ।
“বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা যোগ দেওয়ার আগে আমরা যাদের ডেকেছি, তাদের নিয়ে ৪-৫টা সেশন করতে পারব। কিংসের খেলোয়াড়েরা যোগ দিলে আমরা আরও ৬-৭টা সেশন করতে পারব। আরেকটু বেশি সময় পেলে ভালো হত, তবে আমার মনে হয়, যে সময় পাচ্ছি, সেটাও যথেষ্ট পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে মালদ্বীপের মুখোমুখি হওয়ার জন্য এবং তাদের বিপক্ষে জয়ের জন্য, যেটা আমরা আসলে চাই।”
“(মৌসুম আগে শুরু হলে) অবশ্যই ভালো হত। যে দৃশ্যটা দেখছি, সেটা আমরা দেখতে চাইনি। আশা করেছিলাম, এই নভেম্বরের উইন্ডো ৫-৬টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে কাজে লাগানো যাবে। তো প্রতিযোগিতা না থাকায় অনেক খেলোয়াড়কে সেভাবে তৈরি করা কঠিন হয়েছে। যে সম্ভাবনা, উন্নতি দেখার ছিল, সেটা হয়নি। নিশ্চিতভাবেই লম্বা সময় ধরে কোনো প্রতিযোগিতা না থাকা জাতীয় দলের জন্য ভালো হয়নি। তবে আমরা চেষ্টা করেছি মানিয়ে নেওয়ার, যাতে করে মালদ্বীপের বিপক্ষে ভালো ফল পাওয়া যায়।”
চ্যালেঞ্জ লিগে কিংসের ব্যর্থতা নিয়ে পড়ে থাকতে চান না কাবরেরা। বরং দলটির খেলোয়াড়দের পাশে থেকে, তাদের কাছ থেকে মালদ্বীপ ম্যাচে সেরাটা বের করে আনার লক্ষ্য তার।
“ফুটবলে এগুলো হতে পারে। এএফসি চ্যালেঞ্জ লিগ কঠিন টুর্নামেন্ট। সেখানে কঠিন প্রতিপক্ষ খেলে। যদি তারা নেজমেহর বিপক্ষে পয়েন্ট পেত, তাহলে বিষয়গুলো ভিন্ন হতে পারত। ওই ম্যাচের হারের পর বিষয়গুলো আমার মনে হয়, তাদের জন্য আরও কঠিন হয়ে গিয়েছিল। তবে এখন আমাদের দায়িত্ব হচ্ছে কিংসের খেলোয়াড়দের সমর্থন দেওয়া এবং মালদ্বীপের বিপক্ষে ম্যাচের জন্য তাদের সেরাভাবে প্রস্তুত করা।”
বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৫তম স্থানে আছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে ভালো ফল পেলে র্যাঙ্কিংয়ে উন্নতি হবে। সেক্ষেত্রে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ৯ ডিসেম্বরের ড্রয়ে সুবিধাজনক পটে থাকার সুযোগ থাকবে বাংলাদেশের। কাবরেরাও তাকিয়ে আছেন সেদিকে।
“দলের প্রতি আমার বার্তা হচ্ছে, আমরা আরেকটা সুযোগ পেয়েছি ওই পটে (পট-৩) যাওয়ার। যদি আমরা কাঙিক্ষত ফল না পাই, তাহলে সেখানে যেতে পারব না। আমাদের বিশ্বাস, যেটা আমরা অর্জন করতে চাই, সেটা পারব। আমরা নিজেদের মাঠে খেলব, যাদেরকে আমরা ভালোভাবে জানি, অবশ্যই কঠিন চ্যালেঞ্জিং, তবে গুরুত্বপূর্ণ কিছু অর্জনের আরেকটি সুযোগ আমাদের সামনে আছে।