নারী ফুটবল
মতিঝিল থানায় অভিযোগ জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ২০২৪ উইমেন’স সাফ জয়ী দলের এই নারী ফরোয়ার্ড।
Published : 05 Feb 2025, 09:15 PM
কোচের বিরুদ্ধে বিদ্রোহের জেরে ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার দাবি সামাজিক যোগাযোগের মাধ্যমে করেছিলেন মাতসুশিমা সুমাইয়া। এবার এই অভিযোগ নিয়ে আইনি পথে হাঁটলেন তিনি। রাজধানীর মতিঝিল থানায় বুধবার অভিযোগ নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ২০২৪ উইমেন’স সাফ জয়ী দলের এই ফরোয়ার্ড।
জিডি করার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া এক্সিকিউটিভ খালিদ হাসান নওমি।
“মতিঝিল থানায় সকালে গিয়ে আমি ওসির সঙ্গে কথা বলেছিলাম জিডির ব্যাপারে। তিনি সব কথা শুনে সুমাইয়াকে নিয়ে থানায় যেতে বলেছিলেন। পরে তাকে নিয়ে থানায় যাওয়ার পর জিডি করা হয়েছে। বাফুফের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য। আমরা মেয়েদের সবরকম সহযোগিতা করব।”
কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করা ১৮ ফুটবলারের মধ্যে আছেন সুমাইয়াও। কদিন আগে অধিনায়ক সাবিনা খাতুনের পাঠ করা তিন পৃষ্ঠার বিবৃতি সুমাইয়া ইংরেজিতে অনুবাদ করে দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর সুমাইয়া নিজের অফিসিয়াল ফেইসবুক পেজে ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেন।
নারী ফুটবলারদের পাশে থাকার বার্তা দিয়ে এরই মধ্যে বিবৃতি দিয়েছে বাফুফে। খেলোয়াড়দের ‘সুরক্ষা ও নিরাপত্তা’ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথাও বিবৃতিতে উল্লেখ করেছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
“বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়াকে লক্ষ্য করে দেওয়া হুমকি ও হয়রানির তীব্র নিন্দা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ফেডারেশন এবং কর্তৃপক্ষকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। দেশকে প্রতিনিধিত্ব করার জন্য কোনও খেলোয়াড়কে এমন হয়রানির শিকার হতে হবে না। বাফুফে তার খেলোয়াড়দের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।”