ইংলিশ ফুটবল
সিটির বিরুদ্ধে ওঠা আর্থিক নীতিমালা ভঙ্গের অভিযোগের সত্যতা মিললে অবনমন হতে পারে দলটির, লিভারপুলের কোচের মজা করে বলা কথাটা সেদিকে ইঙ্গিত করছে।
Published : 03 Dec 2024, 05:58 PM
লিভারপুলে নিজের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ইদানিং প্রায়ই হতাশা ফুটে ওঠে মোহামেদ সালাহর কণ্ঠে। সবশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত জয়ের পর তিনি বলেন, অ্যানফিল্ডে এটাই হতে পারে সিটির বিপক্ষে তার শেষ ম্যাচ। সেই প্রসঙ্গেই এক প্রশ্নের উত্তরে মজা করে লিভারপুল কোচ আর্না স্লট বললেন, ‘শাস্তিস্বরূপ’ পরের মৌসুমে সিটি হয়তো প্রিমিয়ার লিগে থাকবে না, সেটা ধরেই সালাহ ওই মন্তব্য করে থাকতে পারে।
কেবল মাঠেই নয়, বাইরেও সিটির সময় কাটছে ভীষণ কঠিন। তাদের বিরুদ্ধে আর্থিক নীতিমালা ভঙ্গের ১১৫টি অভিযোগের প্রেক্ষিতে শুরু হয়েছে শুনানি। গণমাধ্যমের খবর, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে লিগ থেকে অবনমন হতে পারে সিটির, সঙ্গে আরও শাস্তি পেতে হতে পারে।
মাঠে ও মাঠের বাইরে নানা সমস্যায় জর্জরিত পেপ গুয়ার্দিওলার সিটিকে গত রোববার ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযানে বড় একটা লাফ দেয় লিভারপুল। দারুণ পারফরম্যান্সের দিনে পেনাল্টি থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন সালাহ, অন্যটিতে করেন অ্যাসিস্ট।
চলতি মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে সালাহর চুক্তির মেয়াদ শেষ হবে। চলতি মৌসুমে দলের সেরা পারফর্মারদের একজন তিনি, তারপরও ক্লাবের পক্ষ থেকে এখনও তাকে নতুন প্রস্তাব দেওয়া হয়নি। এখানে নিজের ভবিষ্যৎ নিয়ে সিটি ম্যাচ শেষে এক প্রশ্নের উত্তরে মিশরের তারকা স্ট্রাইকার বলেন, অ্যানফিল্ডে আর হয়তো সিটির বিপক্ষে খেলা হবে না তার।
লিগে পরের ম্যাচে বুধবার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে খেলবে লিভারপুল। এর আগের দিন সংবাদ সম্মেলনে সালাহর ওই মন্তব্য নিয়ে সরাসরি কোনো উত্তর না দিয়ে মজা করেন স্লট।
“মো (মোহামেদ সালাহ) হয়তো (সিটির বিরুদ্ধে ওঠা) ১১৫টি অভিযোগ নিয়ে বেশি কিছু জানে। তাই মনে হয় সে ধারণা করছে, আগামী মৌসুমে সিটি প্রিমিয়ার লিগে থাকবে না।”
পরক্ষণেই স্লট বুঝতে পারেন, তার এই কথা নিয়ে বিতর্ক ছড়াতে পারে। তাই বারবার জোর দিয়ে বলেন, তিনি মজা করেছেন।
“এই একঘেয়েমি উত্তরটা (লিভারপুলে সালাহর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের) সবসময় একই থাকে। সালাহর চুক্তি নিয়ে আমার কথা বলার এটা সঠিক জায়গা নয়। ওটা কৌতুক করে বলা। আবারও বলছি, আমি ওই কথা মজা করে বলেছি।”
সবশেষ ওই জয়ে লিগ টেবিলে চ্যাম্পিয়ন সিটির চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে লিভারপুল। ১৩ রাউন্ড শেষে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্লটের দল। দুইয়ে ২৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল।
পাঁচ নম্বরে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩।