ইংলিশ ফুটবল
ইপ্সউইচ টাউনের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের কড়া ট্যাকলের পর খেলা চালিয়ে গেলেও, ম্যাচের মাঝামাঝি উঠে যান এই ইংলিশ ফরোয়ার্ড।
Published : 21 Apr 2025, 05:08 PM
ম্যাচের মাঝপথে বুকায়ো সাকা উঠে যাওয়ায় এবং বেঞ্চে পায়ে প্রাথমিক চিকিৎসা নিতে দেখে তার নতুন চোটের শঙ্কা জাগে। পরে অবশ্য আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ইংলিশ ফরোয়ার্ডের কোনোরকম চোট শঙ্কা নেই বলে জানিয়েছেন।
হ্যামস্ট্রিংয়ের চোটে তিন মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পর, দলে ফিরে দারুণ ছন্দে আছেন সাকা। চ্যাম্পিয়ন্স লিগে দুই লেগের কোয়ার্টার-ফাইনালে রেয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের পথে আক্রমণে তিনিই নেতৃত্ব দেন।
প্রিমিয়ার লিগে রোববার ইপ্সউইচ টাউনের বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচেও শুরু থেকে গতিতে ভীতি ছড়াচ্ছিলেন সাকা। তবে ৩২তম মিনিটে তাকে বিপজ্জনক ফাউল করে বহিষ্কার হন ডিফেন্ডার ডেভিস, ওই সময়ে সাকার চিকিৎসাও নিতে হয়। তখন খেলা অবশ্য চালিয়ে যান তিনি, কিন্তু ৫৭তম মিনিটে তাকে তুলে নেন কোচ আর্তেতা।
পরে বেঞ্চে তাকে পায়ে বরফ পেচিয়ে রাখতে দেখা যায়। মূলত ওই দৃশ্যই নতুন করে শঙ্কা জাগায়। তবে আর্তেতা বলছেন, তেমন কোনো দুর্ভাবনার কিছু নেই।
“আমি ওই ট্যাকেল দেখতে পারিনি, খুব দ্রুত গতিতে হয়ে গেছে। রেফারি ভালো সিদ্ধান্ত নিয়েছেন। সে (সাকা) একটু ব্যথা পেয়েছিল, তবে সৌভাগ্যবশত খুব খারাপ কিছু মনে হচ্ছে না।”
ম্যাচটি অনায়াসে জিতলেও আর্সেনালের লিগ শিরোপা জয়ের আশা প্রায় শেষই হয়ে গেছে। বাকি পাঁচ রাউন্ডের মধ্যে একটি জিতলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে লিভারপুল, ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
পরের ম্যাচে লিগে আগামী বুধবার ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে আর্সেনাল। এরপর আগামী ২৯ এপ্রিল তারা লড়বে চ্যাম্পিয়ন্স লিগে, পিএসজির বিপক্ষে সেমি-ফাইনালের প্রথম লেগে।