জাতীয় ক্রীড়া পরিষদ
‘সাইবার ফোর্স সনাতনী’ নামের হ্যাকারদের গ্রুপ জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট হ্যাক করার দায় স্বীকার করেছে।
Published : 28 Jan 2025, 08:20 PM
জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির অফিসিয়াল ওয়েবসাইট (nsc.gov.bd) হ্যাকড হয়েছে। ‘সাইবার ফোর্স সনাতনী’ নামের হ্যাকারদের গ্রুপ ওয়েবসাইট হ্যাক করার দায় স্বীকার করে বার্তাও দিয়েছে।
এনএসসির ওয়েবসাইটে হ্যাকার গ্রুপটি বার্তা ঝুলিয়ে লিখেছে, “সকল হিন্দু ও হিন্দু দেবদেবীদের সম্মান করুন। আমি দীর্ঘদিন ধরে দেখছি, কিছু মুসলিম আমাদের হিন্দু ধর্মকে অপমান করছে। আমি বলছি যে, হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হলে সরকারের সব ওয়েবসাইট হ্যাকড করা হবে। এবং আমি হিন্দুধর্মের অপমান/অবমাননা বন্ধ করতে চাই।”
জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট রাত ৮টার সময়ও ভিজিট করলে দেখা যায়, হ্যাকারদের দখলেই আছে ওয়েবসাইটটি। “হ্যাকড বাই সাইবার ফোর্স সনাতনী” লেখা ঝুলছে মূল পাতায়।
এ ব্যাপারে জানতে এনএসসি সচিব মো. আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে বিষয়টি জানিয়েছি। তারা চেষ্টা করছে ওয়েবসাইটটি উদ্ধার করার।”