স্প্যানিশ ফুটবল
শুরুতে সমালোচনার শিকার হলেও দারুণ পারফরম্যান্সে এখন সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ১৮ গোল হয়ে গেল কিলিয়ান এমবাপের, দারুণ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল রেয়াল মাদ্রিদ।
Published : 20 Jan 2025, 10:33 AM
অস্বস্তির ছায়া সরে গেছে। জড়তার ছাপ মুছে গেছে। কিলিয়ান এমবাপের দাবি অন্তত এমনটিই। রেয়াল মাদ্রিদে এখন মানিয়ে নিয়েছেন তিনি। পারফরম্যান্সেও পড়ছে সেটির প্রতিফলন। তার জোড়া গোলে দারুণ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে রেয়াল মাদ্রিদ। শিরোপা ধরে রাখার লড়াইয়ে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে না তাদেরকে। এই ধারা ধরে রেখেই সামনে ছুটতে চান এমবাপে।
লাস পালমাসকে ৪-১ গোলে হারিয়ে রোববার লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যায় রেয়াল মাদ্রিদ। শুরুতে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরানোর পর আরও একটি গোল করেন এমবাপে।
আগের ম্যাচেই কোপা দেল রের লড়াইয়ে সান্তিয়াগো বের্নাবেউয়ের গ্যালারি থেকে দুয়ো ভেসে এসেছে রেয়াল মাদ্রিদের ফুটবলারদের দিকে। এই ম্যাচে সেই গ্যালারিতেই ছিল উচ্ছ্বাসের জোয়ার। বিশেষ করে, এমবাপের নাম ধরে গলা ফাটিয়েছেন সমর্থকরা।
এমবাপেও তাতে দারুণ খুশি। রেয়াল মাদ্রিদের খেলার ধরনে এখন তিনি অভ্যস্ত হয়ে গেছেন বলেই জানালেন এ ফরোয়ার্ড। প্রতিশ্রুতি দিলেন সামনে নিজের সেরাটা মেলে ধরার।
“রেয়াল মাদ্রিদে খেলাটাই স্বপ্নের মতো। সমর্থকেরা আমার নাম ধরে চিৎকার করছে, এটা তো আরও বেশি কিছু। আমি খুবই খুশি।”
“দলে এখন আমি মানিয়ে নিয়েছি এবং সতীর্থদের সঙ্গে নিজেকে মেলে ধরে এখন নিজের ইচ্ছেমতো খেলতে পারি। আমরা সবাই এখন উপভোগ করছি।”
পিএসজি থেকে রেয়াল মাদ্রিদে আসার পর পারফরম্যান্সের অধারাবাহিকতায় বেশ সমালোচনা শুনতে হয়েছে এমবাপেকে। তবে ক্রমেই আপন রূপে আবির্ভুত হচ্ছেন তিনি। সবশেষ তিন ম্যাচে চার গোল করলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ গোল হয়ে গেল তার।
লাস পালমাসের বিপক্ষে রেয়ালের জয়টি প্রত্যাশিতই ছিল। পাশাপাশি ছিল জরুরিও। এই রাউন্ডের আগে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ আগের দিন অপ্রত্যাশিতভাবে হেরে যায় লেগানেসের কাছে। পরে বার্সেলোনা পয়েন্ট হারায় গেতাফের মাঠে। রেয়ালের সামনে হাতছানি ছিল সুযোগটি কাজে লাগানোর।
সেটি করতে পারায় স্বস্তি পাচ্ছেন এমবাপে। বিশেষ করে, ম্যাচের প্রথম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ার পরও যেভাবে প্রবল দাপটে দিতেছে রেয়াল মাদ্রিদ, তাতে তৃপ্ত এই ফরোয়ার্ড।
“আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি। আমরা জানি, গতকাল (শনিবার) কী হয়েছে আতলেতিকো ও বার্সেলোনার ম্যাচে। আমরা তাই জিততে চেয়েছিলাম এবং আমরা পেরেছি।”
“শুরুটা ভালো ছিল না আমাদের। তবে জবাবটা ছিল দুর্দান্ত। আমরা আক্রমণে উঠেছি, দ্রুতগতির ফুটবল খেলেছি, ফাঁকা জায়গায় হানা দিয়েছি দারুণভাবে। বেশ কয়েকটি গোল আদায় করে নিয়েছি। আমরা খুশি, কারণ আমরা এখন সবার ওপরে।”
কদিন আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয় রেয়াল মাদ্রিদ। পরে কোপা দেল রের শেষ ষোলোয় ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ দিকে দুই গোল হজম করে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে পরে দারুণ খেলে তারা জিতে যায়।
সাম্প্রতিক এমন পারফরম্যান্স দলে অস্বসি বয়ে এনেছিল নিশ্চিতভাবেই। কিন্তু দল যেভাবে এসবকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে, এটিই নতুন আশার জোগান দিচ্ছে এমবাপেকে।
“দল যেভাবে সাড়া দিয়েছে, তাতে আমি গর্বিত। সুপারকোপার ফাইনালে হারটা ছিল কঠিন। কোপা দেল রেতে যদিও আমরা ভালো খেলেছি, তারপরও ভুল করেছি এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়িয়েছে। তারপরও জয়ের মানসিকতা দেখিয়েছি সেদিন আমরা। আজকের জয়টি ছিল জরুরি। এখন লিগ জয়ের জন্য আমাদের নির্ভরতা নিজেদের ওপরই।”
২০ ম্যাচে ৪৬ পয়েন্ট এখন রেয়ালের। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট আতলেতিকো মাদ্রিদের, ৩৯ পয়েন্ট বার্সেলোনা ও আথলেতিক বিলবাওয়ের।