স্প্যানিশ ফুটবল
স্প্যানিশ সেন্টার-ব্যাকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে বার্সেলোনা।
Published : 13 Feb 2025, 09:52 PM
বার্সেলোনার সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ হচ্ছে পাউ কুবার্সির। কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন স্প্যানিশ সেন্টার-ব্যাক। ২০২৯ সালের জুন পর্যন্ত এখানে থাকবেন তিনি।
১৮ বছর বয়সী কুবার্সির সঙ্গে নতুন চুক্তি করার কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে বার্সেলোনা।
বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা কুবার্সির মূল দলে অভিষেক হয় গত মৌসুমে। এরপর থেকে ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্যদের একজন হয়ে উঠেছেন তিনি। তাকে আরও লম্বা সময়ের জন্য ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
২০২৭ সাল পর্যন্ত কুবার্সির সঙ্গে চুক্তি ছিল বার্সেলোনার। সেটা এখন আরও দুই বছর বেড়ে গেল। তার বাইআউট ক্লজ আগের মতোই ৫০ কোটি ইউরো রাখা হয়েছে।
গত মৌসুমে বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচ খেলেন কুবার্সি। আর চলতি মৌসুমে খেলে ফেলছেন ৩৬ ম্যাচ।