টেনিস কোর্টে নিজে এগিয়ে যাওয়ার পাশপাশি ফুটবল মাঠে স্পেনের ছুটে চলায় চোখ রাখছেন কার্লোস আলকারাস।
Published : 08 Jul 2024, 10:17 AM
জার্মানির বিপক্ষে ফুটবল মাঠে যে অবস্থা হয়েছিল স্পেনের, টেনিস কোর্টে প্রায় একই চ্যালেঞ্জে পড়েছিলেন কার্লোস আলকারাস। ইউরোর কোয়ার্টার-ফাইনালে জার্মানদের বিপক্ষে কঠিন লড়াইয়ে জিতে তবেই সেমি-ফাইনালে পৌঁছতে পারে স্প্যানিশরা। উইম্বলডনে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে প্রবল পরীক্ষায় পড়তে হয় আলকারাসকে। শেষ পর্যন্ত তাতে উতরে যান তিনি।
ভাবতে পারেন, ফুটবলের সঙ্গে টেনিসের যোগসূত্র কোথায়! মিলটা খুঁজছেন স্বয়ং আলকারাস। উইম্বলডনে শিরোপা ধরে রাখার অভিযোনে ছুটছেন তিনি। তবে ২১ বছর বয়সী তারকা চোখ রাখছেন ফুটবল মাঠে তার দেশ স্পেনের অভিযানেও।
কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম দুই সেট জিতলেও তৃতীয় সেটে আলকারাসকে একরকম উড়িয়েই দেন ফ্রান্সের ইগো আমবেহ। পরের সেটেও লড়াই জমে দারুণ। তবে শেষ পর্যন্ত অঘটন হয়নি। আলকারাস ম্যাচ জিতে নেন ৬-৩, ৬-৪, ১-৬, ৭-৫ গেমে।
তিনি নিজে যেমন ফরাসি প্রতিপক্ষকে হারিয়েছেন, তেমনি তার আশা, ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে উঠবে তার দেশ।
“আজকে আমি যে ফলাফল পেলাম, আশা করি তারাও (স্পেন ফুটবল দল) এমন কিছু করবে। টেনিসে আমার কাজটুকু আমি করলাম। আশা ফুটবলেও স্প্যানিশ দল তাদের কাজটা করতে পারবে।”
নিজের দেশ বলে স্পেনের প্রতি তার সমর্থন তো হৃদয় থেকেউ উৎসরিত। তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা জানালেন, ফুটবল দলের অধিনায়কসহ কয়েকজনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও আছে।
“প্রথমত, আমি স্পেনকে সমর্থন করছি, তারা এটা তো স্পেন! দলের কয়েকজনের সঙ্গে আমার দারুণ সম্পর্কও আছে, বিশেষ করে আলভারো মোরাতার সঙ্গে। সে আমার খুব ভালো বন্ধু।”
“এখন সময়টা তাদের পাশে থাকার, সমর্থন করার। আমি জানি, আমি যখন কোনো ম্যাচ বা টুর্নামেন্টে খেলি, তখন তারা আমাকে সমর্থন করেন। এবার আমার পালা।”
জার্মানির বিপক্ষে স্পেনের কোয়ার্টার-ফাইনাল ম্যাচের প্রথম ভাগ দেখতে পারেননি আলকারাস। তিনি নিজেও যে তখন ব্যস্ত ছিলেন জয়ের লড়াইয়ে! সেই লড়াই গড়িয়েছিল পাঁচ সেটে।
পরের ম্যাচেও একই অবস্থা হতে পারে। ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। সেদিনই সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন আলকারাস। তার ম্যাচের সূচি অবশ্য ঠিক হয়নি। বৃষ্টির কারণে উইম্বলডনের অনেক ম্যাচের সূচিই ওলট-পালট হয়ে গেছে।
আলকারাসের চাওয়া, তার ম্যাচের সঙ্গে ফুটবল ম্যাচের সময়টা যাতে মিলে না যায়।
“আশা করিম মঙ্গলবার আমাদের লড়াই দুটি একই সময়ে হবে না। দেখা যাক… আশা করি, ফুটবল ম্যাচের কিছুটা হলেও অন্তত দেখতে পারব…।”