সবশেষ রাউন্ডে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের জয়ের পথে রেকর্ড বইয়ে যোগ হয়েছে নতুন কিছু সংখ্যা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।
Published : 21 Apr 2025, 04:31 PM
লা লিগায় জয়ের ধারা ধরে রেখে শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেছে বার্সেলোনা। রেয়াল মাদ্রিদও অনেক কষ্টে ঘরের মাঠে জিতে বাঁচিয়ে রেখেছে আশা। তাতে লিগের ট্রফির লড়াই শেষ দিনে গড়ানোর সম্ভাবনা বাড়ছে আরও।
স্পেনের শীর্ষ লিগের সবশেষ রাউন্ডে গত শনিবার সেল্তা ভিগোর বিপক্ষে কোণঠাসা হয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৪-৩ গোলে জিতেছে বার্সেলোনা আর পরদিন আথলেতিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে রেয়াল মাদ্রিদ।
৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের জয়ের পথে রেকর্ড বইয়ে যোগ হয়েছে নতুন কিছু সংখ্যা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো:
১
এবারের লা লিগায় লামিনে ইয়ামালকে শুরুর একাদশে না রেখে প্রথম জয়ের স্বাদ পেল বার্সেলোনা। তরুণ এই স্প্যানিশ ফরোয়ার্ড শুরুর একাদশে ছিলেন না, এমন পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিল দলটি, অন্যটি ড্র।
৩
বার্সেলোনার জালে সাত বছরের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন সেল্তা ভিগোর বোর্হা ইগলেসিয়াস। তার আগে সবশেষ এই কৃতিত্ব দেখিয়েছিলেন ২০১৮ সালে লেভান্তের এমানুয়েল বোয়াটেং।
আর বার্সেলোনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের হিসেবে দুই দশকের মধ্যে প্রথম হ্যাটট্রিক করতে পারলেন ইগলেসিয়াস, তার আগে সবশেষ এই কীর্তি গড়েছিলেন ২০০৫ সালে ভিয়ারিয়ালের হয়ে দিয়েগো ফোরলান।
৫
নিষেধাজ্ঞার কারণে বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারেননি কিলিয়ান এমবাপে। ফরাসি এই ফরোয়ার্ডকে ছাড়া চলতি মৌসুমে সব মিলিয়ে পাঁচ ম্যাচ খেলে অপরাজিত আছে রেয়াল মাদ্রিদ, তিনটি জয় ও দুটি ড্র।
৫১
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে মোট ৫১টি গোলে অবদান রেখেছেন রাফিনিয়া; ২০১১-১২ মৌসুমের পর থেকে চতুর্থ খেলোয়াড় হিসেবে মৌসুমে ৫০-এর বেশি গোলে অবদান রাখলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আগের তিন জন হলেন, লিওনেল মেসি (১০ বার), লুইস সুয়ারেস ও নেইমার।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে চলতি মৌসুমে রাফিনিয়ার চেয়ে কেবল মোহামেদ সালাহ বেশি গোলে অবদান রেখেছেন, লিভারপুলের জার্সিতে মিশরের স্ট্রাইকারের এই সংখ্যাটা ৫৫।
১৬/২৯
সব প্রতিযোগিতা মিলিয়ে রেয়াল মাদ্রিদের জার্সিতে ফেদেরিকো ভালভের্দের ২৯ গোলের ১৬টিই ম্যাচের ফল বদলে দেওয়া গোল (১৩টি ম্যাচ জেতানো, তিনটি সমতা টানা)
৭৫
এবারের লা লিগায় এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ ১৮টি গোল করেছেন আন্তে বুদিমির। তালিকায় ওসাসুনার এই ফরোয়ার্ডের ওপরে আছেন কেবল রবের্ত লেভানদোভস্কি (২৫) ও কিলিয়ান এমবাপে (২২)।
লা লিগায় ৩৩ বছর বয়সী বুদিমিরের মোট গোল এখন ৭৫টি; ক্রোয়েশিয়ায় জন্ম নেওয়া দ্বিতীয় ফুটবলার হিসেবে এই প্রতিযোগিতায় ৭৫ বা তার বেশি গোল করলেন তিনি, ১১৪টি করেছিলেন দেশটির গ্রেট ফুটবলার ডেভর সুকের।