রেয়াল মাদ্রিদের সুদীর্ঘ গৌরবময় ইতিহাসে যে অর্জন এখন ধরা দেয়নি, এই মৌসুমে সেই সাফল্যেই নিজেদের রাঙানোর স্বপ্ন দেখছেন দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপে।
Published : 19 Mar 2025, 11:08 AM
রেয়াল মাদ্রিদের ১২৩ বছরের ইতিহাস সমৃদ্ধ হয়ে আছে নানা অর্জন, কীর্তি ও রেকর্ডে। ইউরোপের সফলতম ক্লাব তারা। ফিফা তাদেরকে স্বীকৃতি দিয়েছে বিংশ শতাব্দির সেরা ক্লাবের। তবে একটি অর্জন এখনও অধরা তাদের। ‘ট্রেবল’ জয়ের স্বাদ এখনও পায়নি স্প্যানিশ ক্লাবটি। রেয়াল মাদ্রিদে প্রথম মৌসুমেই সেই বহুকাঙ্ক্ষিত সাফল্যে নিজেদের রাঙানোর স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপে।
এখনও পর্যন্ত ৩৬টি লা লিগা ও ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রেয়াল মাদ্রিদ। দুটি রেকর্ডেই তাদের ধারেকাছে নেই কোনো ক্লাব। কোপা দেল রে জিতেছে তারা তৃতীয় সর্বোচ্চ ২০ বার। তবে তিনটি ট্রফি এক মৌসুমে কখনও জেতা হয়নি তাদের। অথচ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এই সাফল্য পেয়েছে দুই মৌসুমে।
চলতি মৌসুমে এখনও পর্যন্ত তিনটি প্রতিযোগিতায়ই টিকে আছে রেয়াল। লা লিগায় তাদের অবস্থান আপাতত দ্বিতীয়, চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছে গেছে কোয়ার্টার-ফাইনালে। কোপা দেল রেতে সেমি-ফাইনালের প্রথম লেগ জিতে এগিয়ে আছে ফাইনালে ওঠার লড়াইয়ে।
রেয়ালের এই এগিয়ে চলায় বড় ভূমিকা রেখেছেন এমবাপে। স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিয়ে শুরুতে মানিয়ে নিতে একটু সময় নিলেও এখন দুর্দান্ত ফর্মে আছেন এই ফরোয়ার্ড। তিনি পিএসজি থেকে বিদায় নেওয়ার পর ফরাসি ক্লাবটিও চলতি মৌসুমে অপ্রতিরোধ্য পথচলায় ছুটছে। ফরাসি পত্রিকা লু পারিজিয়াঁর সঙ্গে সাক্ষাৎকারে এমবাপেকে জিজ্ঞেস করা হয়েছিল, তাকে ছাড়াই পিএসজি ভালো করছে কি না। সেই বিতর্কে পা না বাড়িয়ে তিনি বললেন শুধু নতুন ক্লাবে তার স্বপ্নের কথাই।
“তাদের (পিএসজি) প্রতি আমার সর্বোচ্চ শুভকামনা, তবে আমার মনোযোগ এখন রেয়াল মাদ্রিদে এবং ট্রেবল জয়ের সম্ভানায়। এটা এমন কিছু, রেয়াল মাদ্রিদ এখনও যা করতে পারেনি। আমার প্রথম মৌসুমেই এটা করতে পারলে তা হবে অনন্য সাধারণ।”
আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ততায় আপাতত কয়েক দিন বিরতি থাকবে ক্লাব ফুটবলে। এমবাপে মাঠে নামবেন ফ্রান্সের হয়ে। জাতীয় দলের দায়িত্ব শেষে ২৯ মার্চ লেগানেসের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার শুরু হবে রেয়ালের ট্রেবল অভিযান।