মেজর লিগ সকার
আন্তর্জাতিক বিরতির আগে মাঠে ফিরে টানা দুই ম্যাচে গোল করলেন আর্জেন্টিনা অধিনায়ক।
Published : 17 Mar 2025, 02:24 PM
প্রতিপক্ষের রক্ষণে একজন ব্যাকপাস দিতেই ছুটে গিয়ে চ্যালেঞ্জ জানালেন লিওনেল মেসি। ডি বক্সের বাইরে বার্তোশ সালিসের কাছ থেকে বল কেড়ে নিয়ে ঢুকে গেলেন ভেতরে। পেনাল্টি স্পটের কাছে স্লাইড করে চ্যালেঞ্জ জানালেন আটলান্টা ইউনাইটেড ডিফেন্ডার ডেরিক উইলিয়ামস। তাকে এড়িয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে দর্শনীয় চিপে জালে বল পাঠালেন আর্জেন্টাইন জাদুকর। তিনি সমতা ফেরানোর পর ম্যাচের শেষ দিকে ব্যবধান গড়ে দিলেন ফাফা পিকাল্ট।
বাংলাদেশ সময় সোমবার সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছে হাভিয়ের মাসচেরানোর দল।
১১তম মিনিটে এগিয়ে গিয়েছিল আটলান্টা। নয় মিনিট পর আসরে নিজের প্রথম গোলে সমতা ফেরান মায়ামি অধিনায়ক। ৮৯তম মিনিটের গোলে দলকে জয় এনে দেন পিকাল্ট।
গত মৌসুমে এমএলএসের প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টার কাছেই হেরে ভেঙেছিল মায়ামির শিরোপা স্বপ্ন। সেই দুই লড়াইয়ের মতো এবারও চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক ব্র্যাড গুজান। তবে ছয় সেভের পরও হার এড়াতে পারেননি তিনি।
তিন ম্যাচ বাইরে থাকার পর টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন আর্জেন্টিনা অধিনায়ক। গত বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়নশিপে জ্যামাইকার ক্যাভালিয়ার এফসির বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচের শেষ দিকে জালের দেখা পান তিনি। আন্তর্জাতিক বিরতির আগে সবশেষ ম্যাচের শুরুর দিকে করলের দর্শনীয় গোল।
এদিন তার ফ্রি-কিক ঠেকিয়েছেন গোলরক্ষক গুজান। মেসির একটি শট ডিফেন্ডারের পায়ে লেগে বেরিয়ে গেছে পোস্ট ঘেঁষে।
প্রতিপক্ষের রক্ষণে মেসি বারবার ভীতি ছড়ালেও ম্যাচ ড্রয়ের দিকেই যাচ্ছিল। শেষ দিকে দলকে এগিয়ে নেন পিকাল্ট। শর্ট কর্নারে বল পেয়ে দূরের পোস্টে ক্রস করেন জর্দি আলবা। চমৎকার হেডে সেটি জালে পাঠান পিকাল্ট। এমএলএসে নিজের ষষ্ঠ দলে এটাই তার প্রথম গোল।