স্প্যানিশ ফুটবল
১০ জনের দল নিয়েও যেভাবে সেভিয়াকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা, এই কারণেই জয়ের মূল্য অনেক বেশি কোচ হান্সি ফ্লিকের কাছে।
Published : 10 Feb 2025, 11:17 AM
চার-পাঁচ গোল করাকে একরকম অভ্যাসই বানিয়ে ফেলেছে বার্সেলোনা। আরও একবার চার গোল করে তাই বাড়তি খুশির কিছু নেই। এই ম্যাচ তবু বার্সেলোনা কোচের কাছে একটু বিশেষ কিছু। লম্বা সময় ১০ জনের দল নিয়েও যেভাবে জিতেছে দল, এই জয়ের মূল্য অনেক বেশি বার্সেলোনা কোচের কাছে।
লা লিগায় রোববার ম্যাচের শুরুটা ছিল নাটকীয়। সপ্তম মিনিটে রবের্ত লেভানদোভস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। পাল্টা আক্রমণে পরের মিনিটেই সমতায় ফেরে সেভিয়া।
প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামার পরপরই বার্সেলোনাকে এগিয়ে দেন ফের্মিন লোপেস। মিনিট দশেক পর রাফিনিয়ার গোলে ব্যবধান হয়ে যায় ৩-১। ৬২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লোপেস।
সেভিয়া এরপর কিছুটা দাপট দেখিয়ে গোলের চেষ্টা চালায় বটে। তবে গোল আদায় করতে পারেনি বার্সেলোনার রক্ষণভাগ ও গোলকিপার ভয়চেখ স্ট্যান্সনির দৃঢ়তায়। উল্টো শেষ দিকে এরিক গার্সিয়ার গোলে বড় জয় নিশ্চিত হয় ফ্লিকের দলের।
গোটা ম্যাচেই দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ফ্লিক। তবে তাকে বেশি মুগ্ধ করেছে লোপেসের লাল কার্ডের পর দলের খেলা।
“এই জয়ের মূল্য আমার আছে অনেক বেশি। ছেলেরা অসাধারণ খেলেছে এবং দারুণ মানসিকতা ও প্রচণ্ড কাঠিন্য মেলে ধরেছে।”
“প্রথমার্ধে আমরা ভালো খেলেছি, দ্বিতীয়ার্ধে আমরা আরও ভালো করছিলাম। তবে লাল কার্ডের পর লড়াইটা চালিয়ে যাওয়া জরুরি ছিল। সেই লড়াই করতে পেরে এবং এভাবে জিততে পারাটা ছিল দারুণ ব্যাপার।”
চার গোল করার ম্যাচে বার্সেলোনা কোচ দলের জয়ে বড় কৃতিত্ব দিলেন রক্ষণভাগকে।
“ছেলেরা পরিণত মানসিকতা দেখিয়েছে এবং এটা দারুণ। রক্ষণভাগেও আমরা দুর্দান্ত করেছি, এটাও আমাকে খুব খুশি করেছে। ওদের ফুটবলারদের আমরা ফ্ল্যাঙ্কে আটকে রাখতে পেরেছি। প্রতিপক্ষ হিসেবে ওরা বিপজ্জনক। আমার মনে হয়, আমরা সত্যিই ভালো করেছি।”
এই জয়ে লা লিগার শিরোপা লড়াই তুমুল জমিয়ে দিয়েছে বার্সেলোনা। ৪৮ পয়েন্ট নিয়ে তারা আছে তিনে, ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ, আর রেয়াল মাদ্রিদের পয়েন্ট ৫০।