জুনিয়র এএইচএফ কাপ
মেয়েদের জুনিয়র এএইচএফ কাপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
Published : 18 Jun 2024, 08:01 PM
স্টিক হাতে আলো ছড়ালেন অপির্তা পল। একাই করলেন চার গোল। জুনিয়র এএইচএফ কাপ হকিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ।
সিঙ্গাপুরে হওয়া এই প্রতিযোগিতায় মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৭-২ গোলে হারায় বাংলাদেশ। অর্পিতার নৈপুণ্যের ফাঁকে একবার করে জালের দেখা পান রিয়া আইরিন, এমা নাদিরা ও সোনিয়া খাতুন।
আসরে এ নিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ। থাইল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়ে শুভসূচনা করা মেয়েরা নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংকে হারিয়েছিল ২-১ ব্যবধানে।
নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ বুধবার মুখোমুখি হবে চাইনিজ তাইপের।