ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
ইউরোপের সফলতম ক্লাবটির সঙ্গে ২৩ বছরের সম্পর্ক শেষ হচ্ছে স্পেনের এই অভিজ্ঞ ডিফেন্ডারের।
Published : 25 Jun 2024, 08:21 PM
সেই ২০০১ সালে রেয়াল মাদ্রিদের একাডেমি থেকে শুরু। সময়ের সঙ্গে ক্লাবটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন নাচো ফের্নান্দেস। সান্তিয়াগো বের্নাবেউয়ে দীর্ঘ সময় কাটিয়ে পেয়েছেন অবিশ্বাস্য সব সাফল্য। ২৩ বছরের সেই পথচলার এবার ইতি টানছেন স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার।
রেয়াল মাদ্রিদ মঙ্গলবার এক বিবৃতিতে ৩৪ বছর বয়সী নাচোর ক্লাব ছাড়ার কথা নিশ্চিত করে। গত বছরের জুনে ইউরোপের সফলতম ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি বাড়িয়েছিলেন তিনি। চলতি মাসে শেষ হচ্ছে চুক্তির মেয়াদ।
১১ বছর বয়সে রেয়ালের যুব একাডেমিতে যোগ দেন নাচো। নিজের খেলায় উন্নতি করে মূল দলে সুযোগ পাওয়ার পর দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তিনি। পুরো ক্যারিয়ারে কেবল রেয়ালের হয়েই খেলেছেন এই ফুটবলার।
তার নেতৃত্বে ২০২৩-২৪ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রেয়াল। সব মিলিয়ে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। চারটি লা লিগা, দুটি কোপা দেল রে সহ পেয়েছেন অনেক শিরোপার স্বাদ।
নাচোর ক্লাব ছাড়ার বিবৃতিতে এই খেলোয়াড়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রেয়াল।
“রেয়াল মাদ্রিদ ঘোষণা করছে যে, আমাদের অধিনায়ক নাচো রেয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে এই অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। রেয়াল মাদ্রিদ আমাদের ক্লাবের অন্যতম কিংবদন্তি নাচোর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করতে চায়।”
“ওয়েম্বলিতে অধিনায়ক হিসেবে রেয়াল মাদ্রিদের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঁচিয়ে ধরে, ফুটবলের ইতিহাসে ছয়টি ইউরোপিয়ান কাপ জয়ী পাঁচজনের একজন এবং আমাদের ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক শিরোপা জয়ী হিসেবে এখান থেকে বিদায় নিচ্ছেন নাচো।”
রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৬৪ ম্যাচ খেলেছেন নাচো। ১৬ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১০টিতে।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে এখন স্পেন দলের সঙ্গে জার্মানিতে আছেন নাচো। দলের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেন তিনি। ম্যাচটি ৩-০ গোলে জেতে স্প্যানিশরা।
ইতালিকে ১-০ গোলে হারানোর ম্যাচে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি তিনি। এরপর আলবেনিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে তাকেসহ অনেককে বিশ্রাম দেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
তিনটি ম্যাচই জিতে ‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে স্পেন।