আন্তর্জাতিক ফুটবল
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তির হওয়ার পাঁচ সপ্তাহ পর মারা গেলেন মার্কো এনগুলো।
Published : 12 Nov 2024, 05:42 PM
একুয়েডরের মিডফিল্ডার মার্কো আনগুলে ২২ বছর বয়সে মারা গেছেন। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পাঁচ সপ্তাহ পর সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এনগুলোর ক্লাব এলডিইউ কিতো মঙ্গলবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে। গত ৭ অক্টোবর দুর্ঘটনার পর থেকে একুয়েডরের রাজধানী কিতোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাসপাতালে আনগুলোর বেশ কয়েকটি অস্ত্রোপচার করানো হয় এবং এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব সিনসিনাটি থেকে গত মার্চে এলডিইউ কিতোয় যোগ দেন এনগুলো। স্বদেশের ক্লাবটির হয়ে তিনি খেলেন ১৩ ম্যাচ। যার সবশেষটি ৬ অক্টোবর, পরদিন দুর্ঘটনার শিকার হন তিনি।
একুয়েডরের জার্সিতে তার অভিষেক হয় ২০২২ সালের নভেম্বরে। জাতীয় দলের হয়ে খেলেছেন তিনটি ম্যাচ।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইন্দিপেন্দিয়েন্তে দেল ভেলের ফুটবলার রবের্তো কাবেসাস ও তার বন্ধু ভিক্তর কারকোপাও ওই দুর্ঘটনায় মারা গেছেন। এ সময় গাড়িতে থাকা আরও দুজনের অবস্থা জানা যায়নি।