ছেলে ও মেয়েদের ১০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা হয়েছেন তারা।
Published : 23 Sep 2022, 07:09 PM
বাংলাদেশের দ্রুততম মানবের খেতাব অক্ষুণ্ণ রেখেছেন ইংল্যান্ড প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। সুমাইয়া দেওয়ানকে হারিয়ে দ্রুততম মানবীর মুকুট পুনরুদ্ধার করেছেন শিরিন আক্তার।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সুলতানা কামাল জাতীয় সামার অ্যাথলেটিক্সে শুক্রবার পুরুষ ১০০ মিটার স্প্রিন্টে ইমরানুর দৌড় শেষ করেন ১০ দশমিক ২৯ সেকেন্ড সময় নিয়ে। এটি নতুন জাতীয় রেকর্ড।
দ্বিতীয় হওয়া নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল সময় নিয়েছেন ১০ দশমিক ৭০ সেকেন্ড। ১০ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন একই সংস্থার রাকিবুল হাসান।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো সেরা হলেন ইমরানুর। গত জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্সে দেশের দ্রুততম মানব হওয়ার পথে ২১ বছরের পুরনো রেকর্ড তিনি ভেঙেছিলেন ১০ দশমিক ৫০ সেকেন্ড টাইমিং করে। ১৯৯৯ সালে মাহবুব আলমের গড়া ১০ দশমিক ৫৪ সেকেন্ডের রেকর্ড নিজের করে নিয়েছিলেন তিনি।
ওই আসরে শিরিনকে হারিয়ে দ্রুততম মানবী হয়েছিলেন সুমাইয়া। এবার তিনি হেরে গেলেন সেই শিরিনের কাছেই।
১১ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন নৌবাহিনীর শিরিন। এটিও মেয়েদের ১০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড। এই ইভেন্টে আগের সেরা টাইমিং ছিল ১১ দশমিক ৯৯ সেকেন্ড। সেটা গড়েছিলেন শিরিন নিজেই, ২০১৬ সালে গৌহাটি এসএ গেমসে।
দ্বিতীয় হওয়া সুমাইয়া সময় নিয়েছেন ১২ দশমিক ০৯ সেকেন্ড। ১২ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর শরিফা খাতুন।