কোপা দেল রে
শেষ ৩২ এর ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।
Published : 05 Jan 2025, 01:57 AM
দুই দলের সবশেষ ম্যাচে গত মৌসুমে দারুণ লড়াই করেছিল বার্বাস্ত্রো। সম্প্রতি হুট করে ছন্দ হারিয়ে ফেলা বার্সেলোনা এবার অবশ্য দাপুটে ফুটবলে সহজেই হারাল তাদের। প্রত্যাশিত জয়ে জায়গা করে নিল কোপা দেল রের শেষ ষোলোয়।
স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের শেষ ৩২ এর ম্যাচে শনিবার রাতে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। দুই অর্ধে দুটি করে গোল করে বছর শুরু করেছে হান্সি ফ্লিকের দল।
গতবার কোপা দেল রের শেষ ৩২-এই বার্সেলোনার মুখোমুখি হয়েছিল চতুর্থ স্তরে খেলা বার্বাস্ত্রো। শেষ সময় পর্যন্ত লড়াই করে তারা হেরেছিল ৩-২ গোলে। এবার আক্রমণে সুবিধা করতে পারল না তারা, ভুগল রক্ষণেও।
জোড়া গোল করে বার্সেলোনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রবের্ত লেভানদোভস্কি। তার দুই গোলে অবদান রাখা পাবলো তোরে করেন একটি গোল, অন্যটি এরিক গার্সিয়া।
একের পর এক আক্রমণে শুরু থেকে বার্বাস্ত্রোকে চেপে ধরা বার্সেলোনা এগিয়ে যায় ২১তম মিনিটে। ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে রোনাল্দ আরাউহোর হেডে পেনাল্টি স্পটের কাছে বল পান গার্সিয়া। তার হেড জড়ায় জালে, তেমন কিছু করার ছিল না স্বাগতিক গোলরক্ষকের।
১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। তোরের ফ্রি কিকে জটলার মধ্য থেকে হেড করেন অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার। বার্বাস্ত্রোর একজন খেলোয়াড়ের কাঁধে লেগে বল জড়ায় জালে।
২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায়। ৪৭তম মিনিটে তোরের রক্ষণচেরা পাস পেয়ে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন লেভানদোভস্কি।
৫৪তম মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন বার্বাস্ত্রোর হাইমে আরা সাউকো। লাফিয়ে হেড করার সময় বার্সেলোনার ইনিগো মার্তিনেসের সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পান তিনি।
দুই মিনিট পর স্কোরলাইন ৪-০ করে ফেলেন তোরে। ব্যাকপাস পেয়ে তাড়াহুড়া করে এক সতীর্থকে বল বাড়াতে চেয়েছিলেন বার্বাস্ত্রো গোলরক্ষক আর্নাউ ফাবরেগা। কিন্তু মাঝপথেই পা বাড়িয়ে বলের নিয়ন্ত্রণ নেন তোরে। তড়িঘড়ি করে ফাবরেগা চ্যালেঞ্জ জানাতে ছুটে আসেন, কিন্তু এর আগেই জাল খুঁজে নেন তরুণ ফরোয়ার্ড।
নিজেদের পরের ম্যাচে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।