স্প্যানিশ ফুটবল
প্রতিপক্ষের গোলমুখে দলকে আরও কার্যকর দেখতে চান হান্সি ফ্লিক।
Published : 02 Dec 2024, 08:21 PM
নভেম্বর মাসটা হয়তো ভুলেই যেতে চাইবে বার্সেলোনা। এই সময়ে যে লা লিগায় চার ম্যাচ খেলে তিনটিতেই তারা থেকেছে জয়হীন। হতাশাময় মাসটা শেষের পর তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হান্সি ফ্লিক। ডিসেম্বর তাদের জন্য ভালো কাটবে বলে আশাবাদী বার্সেলোনা কোচ।
লা লিগায় ঘরের মাঠে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়ে নভেম্বর শুরু করেছিল বার্সেলোনা। ওই মাসে লিগে পরের তিন ম্যাচের দুটিতেই তারা হারে, ড্র হয় অন্যটি।
গত আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে রেয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে হারে কাতালান দলটি। বিরতির পর মাঠে ফিরে ম্যাচের শেষ দিকে দুই গোল হজম করে তারা ২-২ ড্র করে সেল্তা ভিগোর সঙ্গে। এরপর চ্যাম্পিয়ন্স লিগে ব্রেস্তকে ৩-০ গোলে হারালেও, ঘরোয়া লিগে ফিরে লাস পালমাসের বিপক্ষে হেরে যায় ২-১ গোলে, যাদের বিপক্ষে লিগে ঘরের মাঠে ১৯৭১ সালের পর থেকে টানা ২০ ম্যাচে অপরাজিত ছিল তারা।
চলতি আসরে প্রথম ১২ ম্যাচে যেখানে বার্সেলোনার হার ছিল স্রেফ একটি, সেখানে পরের তিন ম্যাচের দুটিতেই এই তেতো স্বাদ পেতে হয়েছে তাদের।
জয়ে ফেরার লক্ষ্যে মঙ্গলবার রেয়াল মায়োর্কার মাঠে খেলবে ২৭ বারের লা লিগা চ্যাম্পিয়নরা। আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, নতুন মাসে ভালো কিছুর আশায় আছেন তিনি।
“আমার জন্য স্বস্তির খবর হলো, নভেম্বর শেষ হয়ে গেছে এবং আমরা ডিসেম্বরে আছি। আশা করি, ডিসেম্বর মাসটি ভালো কাটবে। এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, আমরা লিগ শিরোপা জিততে চাই এবং এজন্য সবাইকে লড়াই করতে হবে।”
“আমরা তরুণ দল। আমাদের শিখতে হবে এবং জয়ের জন্য লড়াই করতে হবে। আমাদের গোল হজম করা যাবে না এবং এজন্য আমাদের দল হিসেবে রক্ষণ সামলাতে হবে। আক্রমণের ক্ষেত্রেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
পালমাসের বিপক্ষে গোলের জন্য মোট ২৭টি শট নিয়েও একটির বেশি গোল করতে পারেননি বার্সেলোনা। প্রতিপক্ষের গোলমুখে দলকে তাই আরও কার্যকর দেখতে চান কোচ।
“লাস পালমাসের বিপক্ষে আমরা ভালো খেলেছি, তবে হারের জন্য আমরাই দায়ী। এই ধরনের ম্যাচের মুখোমুখি হতে এবং সুযোগগুলো গোলে রুপান্তর করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।”
“আমাদের আক্রমণের দিকে মনোযোগ দিতে হবে। আমরা হয়তো দুটি বা তিনটি সুযোগ পাব এবং সেগুলো কাজে লাগাতে হবে। ফুটবলে গোলটাই গুরুত্বপূর্ণ।”
১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ।