আন্তর্জাতিক ফুটবল
সাম্প্রতিক হতাশা ভুলে দ্রুত জয়ের পথে ফেরার তাগিদ অনুভব করছেন ব্রাজিল গোলরক্ষক এদেরসন।
Published : 09 Oct 2024, 05:42 PM
চলতি বিশ্বকাপ বাছাইপর্বে একদমই ছন্দে নেই ব্রাজিল। একের পর এক নেতিবাচক পারফরম্যান্সে অনেক পিছিয়ে পড়েছে তারা। সেই হতাশা ভুলে, সতীর্থদের সামনে টানা ম্যাচ জয়ের তাগিদ দিলেন গোলরক্ষক এদেরসন।
বাছাইয়ে এখন পর্যন্ত আট ম্যাচে ব্রাজিলের জয় মাত্র ৩টি। সঙ্গে এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।
লাতিন অঞ্চলের এই বাছাইয়ে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে পড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ঘুরে দাঁড়ানোর অভিযানে চিলির মাঠে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে নামবেন এদেরসন, মার্কিনিয়োস, রদ্রিগোরা। এরপর ঘরের মাঠে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাম্প্রতিক হতাশা ভুলে চিলি ম্যাচ থেকেই শতভাগ সাফল্যের ওপর জোর দিলেন ব্রাজিল গোলরক্ষক এদেরসন।
“জাতীয় দলের ব্যাপারে সবসময় জয় এবং দ্রুত সমাধানের কথা বলা হয়। তবে এই প্রক্রিয়াটায় লম্বা সময় লাগে।”
“আমরা সবার অধৈর্য হওয়ার ব্যাপারটা বুঝি, চাহিদাটা জানি। আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতে হবে এবং বিশ্বের সেরা ফুটবলের প্রতি আত্মবিশ্বাস ও দর্শকদের ফেরাতে ম্যাচ জেতা শুরু করতে হবে।”
ছন্দে ফেরার অভিযানে ব্রাজিলের কাজ আরও কঠিন হয়ে উঠেছে চোটের মিছিলের কারণে। নিয়মিত গোলরক্ষক আলিসন বেকার ছাড়াও ভিনিসিউস জুনিয়র, এদের মিলিতাও, গ্লেইসো ব্রেমেরকে পাচ্ছে না তারা।