চ্যাম্পিয়ন্স লিগ
ফুটবলারদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতাই বার্সেলোনার এমন খুনে পারফরম্যান্সের মূল রসদ বলে মনে করেন হান্সি ফ্লিক।
Published : 07 Nov 2024, 05:03 PM
বার্সেলোনার খেলার ধরনেই আছে আক্রমণের ঢেউ। হান্সি ফ্লিকের কোচিংয়ে তারা আরও বিধ্বংসী হয়ে উঠেছে। মাঠে নামলেই করছে গোল উৎসব। চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডকে উড়িয়ে দেওয়ার পর স্প্যানিশ দলটির কোচ বললেন, আগ্রাসী ফুটবলে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার মানসিকতা সামনেও ধরে রাখতে চান তারা।
ইউরোপ সেরার মঞ্চে বুধবার রাতে সার্বিয়ার বেলগ্রেডে স্বাগতিকদের ৫-২ গোলে হারায় বার্সেলোনা। এনিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জিতল কাতালান ক্লাবটি।
এই সাত জয়ের প্রতিটিতেই কমপক্ষে তিনটি করে গোল করেছে বার্সেলোনা। যেখানে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ও লা লিগায় রেয়াল মাদ্রিদের বিপক্ষে করেছে চারটি করে গোল। এই মৌসুমে খেলা এখন পর্যন্ত ১৬ ম্যাচের ১০টিতেই তিন বা এর বেশি গোল করেছে দলটি।
লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এবারের মৌসুমে এরই মধ্যেই ৫৫ বার জালের দেখা পেয়েছে বার্সেলোনা, ম্যাচ প্রতি গড় ৩.৪ গোল করে। বেলগ্রেড ম্যাচের পর সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতাই দলের এমন আক্রমণাত্মক ফুটবলের চাবিকাঠি।
“পারফরম্যান্স সত্যিই ভালো হচ্ছে। আমি দলের খেলা উপভোগ করছি এবং আমার মনে হয় ফলাফলও এর পক্ষে কথা বলছে। প্রতিটি ম্যাচেই আমরা খুব মনোযোগী থাকছি, খেলা দেখলেই সেটা পরিষ্কার বোঝা যায়। ম্যাচ নিয়ে আমাদের যে পরিকল্পনা, খেলোয়াড়রা এর সঠিক প্রয়োগ ঘটাচ্ছে। তারা মাঠে কৌশল ভালোভাবে বাস্তবায়ন করছে।”
“আশা করি (আমরা এটা ধরে রাখতে পারব)- অবশ্যই আমাদের আত্মবিশ্বাস আছে। কেবল এই ম্যাচের কারণে নয়, পুরো মৌসুমে এখন পর্যন্ত যেমন খেলেছি, তাতে এই আত্মবিশ্বাস জন্মেছে। দল দুর্দান্ত করছে, কারণ তারা ফুটবল খেলতে ভালোবাসে এবং তারা যেকোনো দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পছন্দ করে। সেরাদের সেরা, তারা সব দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আমরা সামনেও (এমন ফর্মে) থাকতে চাই এবং এর জন্য কঠোর পরিশ্রম করছি।”
২০১১-১২ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচে তিন বা এর বেশি গোল করল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ২০১৭ সালে টানা সাত ম্যাচে তিন বা এর বেশি গোল করতে পেরেছিল তারা।
বার্সেলোনার এবারের গোল বন্যার সবচেয়ে বড় কারিগর রবের্ত লেভানদোভস্কি ও রাফিনিয়া। বেলগ্রেডের বিপক্ষেও দুইজনই পেয়েছেন জালের দেখা।
বেলগ্রেডকে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করেন পোলিশ তারকা লেভানদোভস্কি। একবার করে জালের দেখা পান রাফিনিয়া, ইনিগো মার্তিনেস ও ফের্মিন লোপেস। অ্যাসিস্ট এর হ্যাটট্রিক করেন ডিফেন্ডার জুল কুন্দে।
চলতি মৌসুমে ১৯ গোল করে ফেলেছেন লেভানদোভস্কি। চ্যাম্পিয়ন্স লিগে তার মোট গোল এখন ৯৯টি। এই প্রতিযোগিতায় তার চেয়ে বেশি গোল আছে আর কেবল ক্রিস্তিয়ানো রোনালদো (১৪০) ও লিওনেল মেসির (১২৯)। বেলগ্রেড ম্যাচেই হয়তো ইউরোপ সেরার মঞ্চে একশ গোলের মাইলফলক ছুঁতে পারতেন তিনি। কিন্তু ম্যাচের ৭৮তম মিনিটে তাকে তুলে নেন ফ্লিক।
ম্যাচ শেষে এনিয়ে প্রশ্ন করা হলে বার্সেলোনা কোচ একটু মজা করেন, সঙ্গে তুলে ধরেন বাস্তবতাও।
“আগে জানলে সম্ভবত তাকে পরিবর্তন করতাম না (মজা করে)। তবে রোববার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পরের ম্যাচ নিয়েও আমাদের ভাবতে হবে। আজ সে দুটি গুরুত্বপূর্ণ গোল করেছে। বিশেষ করে প্রথম গোলটা, তাতে আমরা ২-১ ব্যবধানে এগিয়ে যায়, আমাদের জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল।”