এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট পর্বের প্রথম ম্যাচটি খেলতে পারবেন না আল নাস্র অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো।
Published : 16 Sep 2024, 09:59 PM
ভাইরাস সংক্রমণের কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন আল নাস্র অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় এই খবর জানিয়েছে আল নাস্র ক্লাব কর্তৃপক্ষ।
"আল নাস্র অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো অসুস্থবোধ করছেন। তার শরীরে ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।"
দলের চিকিৎসক বলেছেন, রোনালদোর বিশ্রাম দরকার। তাই দলের সঙ্গে পাঁচবারের ব্যালন দ’র জয়ী ইরাকে যাবেন না।
এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জায়গায় চলতি মৌসুম থেকে শুরু হয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট।
বাগদাদের আল মদিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার রাতে এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আল শর্তার মুখোমুখি হচ্ছে আল নাস্র।