স্প্যানিশ ফুটবল
ব্রাজিলিয়ান তারকার রেয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন কোচ কার্লো আনচেলত্তি।
Published : 24 Jan 2025, 11:34 PM
ভিনিসিউসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করায় বিরক্ত হচ্ছেন কি-না, প্রশ্ন শুনেই কার্লো আনচেলত্তির চটজলদি উত্তর, “না, না! আজকাল সংবাদ সম্মেলনে আমি একটু বেশি রেগে যাচ্ছি... এটা করা আমার উচিত নয়।” এর আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে প্রশ্ন হলো আরও তিনটি, সবকটিই তার ভবিষ্যৎ সংক্রান্ত। রেয়াল মাদ্রিদ কোচ স্পষ্ট বলে দিলেন, এই ক্লাবে ভালো আছেন ভিনিসিউস এবং এখানে থেকেই নিজেকে নতুন উচ্চতায় তুলে নিতে চান তিনি।
গত বছর ইএসপিএনসহ বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, ভিনিসিউস জুনিয়রকে পেতে প্রবল আগ্রহী সৌদি আরব। পরে তা বেশিদূর গড়ায়নি। সম্প্রতি ফের ইএসপিএনের খবরে বলা হয়, গত মাসে আবার ভিনিসিউসের সঙ্গে যোগাযোগ করে সৌদি কর্তৃপক্ষ জানিয়ে দেয়, তার প্রতি তাদের আগ্রহ এখনও আছে ভালোভাবেই।
সৌদি প্রস্তাবের প্রসঙ্গে ২৪ বছর বয়সী ভিনিসিউস বলেছেন, তার ভাবনা শুধু রেয়ালকে ঘিরে।
লা লিগায় শনিবার রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে তিনি খেলতে পারবেন না নিষেধাজ্ঞার কারণে। আগের দিন সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি প্রশ্ন হলো তাকে নিয়েই। এই তারকার ক্লাব ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন কোচ আনচেলত্তি।
“আমি যতটুকু জানি এবং খেলোয়াড়ের কাছ থেকে আমার কাছে সরাসরি তথ্য আছে, সে এখানে খুব খুশি এবং সে রেয়াল মাদ্রিদে ইতিহাস গড়তে চায়। আমরা এখানে খুশি এবং আমরা ইতিহাস গড়তে চাই।”
২০২৪ সালে ব্যালন দ’রের লড়াইয়ে ভোটে দ্বিতীয় হন ভিনিসিউস। তবে ওই বছর ফিফার বর্ষসেরার ফুটবলারের পুরস্কার জেতেন তিনি।
এই মৌসুমে রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে তিনি গোল করেছেন ১৭টি। তবে কিলিয়ান এমবাপের আগমনের পর থেকে ভিনিসিউসের প্রতি রেয়াল আগের মতো আর নির্ভরশীল নয় বলে একটা ধারণা তৈরি হয়েছে অনেকের মাঝে।
আনচেলত্তি মনে করিয়ে দিলেন, ভিনিসিউস তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন।
“মানুষ ভুলে গেছে যে, ভিনিসিউসকে নিয়ে আমরা প্যারিসে (২০২২ সালে) ও লন্ডনে (২০২৪ সালে) চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। মানুষ এটা ভুলে গেছে। একজন খেলোয়াড় হিসেবে তাকে নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই।”