অস্ট্রেলিয়াকে শক্তিশালী মেনে ‘ভালো ফলের’ আশায় জামাল

বাংলাদেশের যে ভালো করার সামর্থ্য আছে, তা দেখিয়ে দেওয়ার তাড়না অনুভব করছেন অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 11:35 AM
Updated : 15 Nov 2023, 11:35 AM

বাছাইয়ের ম্যাচে ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন জামাল ভুঁইয়া। অভিজ্ঞতা ছিল তেতো। প্রায় আট বছর পর তিনি আবারও অস্ট্রেলিয়ার মুখোমুখি। এবার বাংলাদেশ অধিনায়ক ভালো ফল নিয়ে ফিরতে চান দেশে। 

২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের ‘আই’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে দুই দল। মেলবোর্নোর রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় (স্থানীয় সময় রাত ৮টা) মাঠে গড়াবে ম্যাচটি। 

২০১৮ বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচেই প্রথম মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার প্রথম লেগে অস্ট্রেলিয়ার মাঠে ৫-০ এবং ঢাকার ফিরতি লেগে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবারের ম্যাচ সামনে রেখে ফিরে আসছে সেই তেতো স্মৃতি।

জামালের তা মনে আছে ভালো করেই। তবে সাম্প্রতিক সময়ে কিছুটা হলেও বদলে গেছে বাংলাদেশ। ১৪ বছরের খরা কাটিয়ে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছে সেমি-ফাইনালে। বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপ বাধাও দল পেরিয়েছে ভালোভাবেই। মালেতে ১-১ ড্র, ঢাকায় ২-১ গোলের জয় দিয়ে। তাই অস্ট্রেলিয়াকে শক্তিশালী মেনেই ভালো কিছুর আশা করছেন জামাল।

“আমি মনে করি, দলের জন্য সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে এটি। কাতার বিশ্বকাপ খেলা দলের তুলনায় বর্তমান দলটি ভাল। কয়েক বছর আগে আমরা যে দলটির বিপক্ষে খেলেছি, তার তুলায় বর্তমান দল বেশ ভালো। কোচ যেটা বলেছেন, আমরা লড়াই করতে চাই। নিজেদের সামর্থ্য দেখাতে চাই। দলের সকল ফুটবলারের অভিজ্ঞতার মিশন হতে যাচ্ছে ম্যাচটি। আমরা জানি এটা বেশ কঠিন হতে যাচ্ছে। আমরা নিজেদের সামর্থ্যর সেরাটা দিতে চাই।”

“২০১৫ সালের দলে টিম কাহিল, মাইল জেডিনাক, মাসিমো লুয়ঙ্গো মতো হাই প্রোফাইল খেলোয়াড় ছিল। বর্তমান দলের ফুটবলাররা বড় ক্লাবে খেলেন না, কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেলে, স্কটিশ লিগ, চ্যাম্পিয়নশিপে খেলে।”

অস্ট্রেলিয়াতে জামালরা পা রাখার পর থেকে তাদের অনুশীলন দেখতে মাঠে ভিড় জমাচ্ছে সেখানে থাকা বাংলাদেশিরা। মাঠের লড়াইয়েও দলকে উজ্জীবিত করতে গ্যালারিতে থাকবে তাদের সরব উপস্থিতি। তাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার তাড়না অনুভব করছেন জামাল।

“আমরা বিশ্বের যেখানেই খেলি, যে দেশেই খেলি, বাংলাদেশী সমর্থকরা সত্যি বলতে আমাদেরকে আনন্দ দেয়। আমরা জানি, তারা আমাদের সমর্থন দেবে এবং সম্ভাব্য সবকিছু করবে আমাদেরকে আরেকটু বাড়তি অনুপ্রেরণা জোগাতে। তো, আমরাও যে ভালো দল, সেটা আমাদেরকে দেখাতে হবে তাদের; বাংলাদেশ দলে ভালো কিছু ভালো খেলোয়াড় আছে।”

“দলের জন্য দোয়া করবেন, (সমর্থকদের উদ্দেশে বলব) আমার সাথে থাকো, দলের সাথে থাকো, জানি ম্যাচটা কঠিন হবে, কিন্তু আমরা একটা ভালো ফল করতে চাই; ইনশাল্লাহ।”