ইংলিশ ফুটবল
ম্যানচেস্টার সিটি থেকে তার অপরিশোধিত বেতনের ‘সিংহভাগ’ পাওয়ার পথ সুগম হয়েছে বলে খবর গণমাধ্যমের।
Published : 06 Nov 2024, 11:59 PM
সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আইনি লড়াইয়ে জিতেছেন বাঁজামাঁ মঁদি। ফলে ইংলিশ ক্লাবটি থেকে তার অপরিশোধিত বেতনের ‘সিংহভাগ’ পাওয়ার পথ সুগম হয়েছে বলে খবর গণমাধ্যমের।
মঁদির বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের একাধিক অভিযোগ আনা হয়েছিল ২০২১ সালের অগাস্টে। পরের মাস থেকে ২০২৩ সালের জুনে তিনি ক্লাব ছাড়ার আগ পর্যন্ত তার বেতন আটকে দিয়েছিল সিটি। ওই বকেয়া বেতন বাবদ এক কোটি ১০ লাখ পাউন্ড দাবি করে গত বছর সিটির বিরুদ্ধে মামলা করেছিলেন এই ফরাসি ফুটবলার।
ধর্ষণের ছয়টি ও যৌন নির্যাতনের একটি অভিযোগ থেকে গত বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া মঁদির দাবি ছিল, বেআইনিভাবে তার মজুরি কেটেছে সিটি। অভিযোগ থেকে মুক্ত হওয়ার পর তার বকেয়া অর্থ প্রদান করা হবে বলে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
যদিও সিটির আইনজীবীরা বলেছেন, মঁদিকে বেতন দেওয়া হয়নি, কারণ তিনি তার দায়িত্ব পালন করতে সক্ষম হননি, জামিনের শর্ত ভঙ্গ করার জন্য বিচারের আগে তাকে হেফাজতে রাখা হয়েছিল।
বিচারক বুধবার লিখিত রায়ে বলেছেন, “মঁদি দাবিকৃত অর্থের কিছু পাওয়ার অধিকারী, তবে পুরোটা নয়।”
বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি সিটি।
সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করা বিবৃতিতে মঁদি লিখেছেন, “আমার বেতনের জন্য তিন বছর অপেক্ষা করতে হয়েছে। (আদালতের) এই রায়ে আমি আনন্দিত এবং আন্তরিকভাবে আশা করি, ক্লাব এখন সম্মানজনক কাজটি করবে এবং বকেয়া অর্থ প্রদান করবে। পাশাপাশি চুক্তির আওতায় আমাকে প্রতিশ্রুত অন্যান্য অর্থ আর বিলম্ব না করে পরিশোধ করবে, যাতে আমার জীবনের কঠিন এই সময়কে পেছনে ফেলতে পারি।”
২০১৭ সালে মোনাকো থেকে রেকর্ড ৫ কোটি ২০ লাখ পাউন্ডের বিনিময়ে সিটিতে যোগ দিয়েছিলেন মঁদি। সে সময় তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার।
বর্তমানে স্বদেশের ক্লাব লরিয়ঁতে খেলছেন ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।