চ্যাম্পিয়ন্স লিগ
প্রথমার্ধের শুরুতে পাউ কুবার্সি লাল কার্ড দেখার পর দল যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে ভীষণ খুশি বার্সেলোনা কোচ।
Published : 06 Mar 2025, 03:03 PM
রক্ষণে নিজেদের নিংড়ে দিয়ে ঠেকাতে হয়েছে বেনফিকার আক্রমণের জোয়ার। এক জন কম থাকায় প্রতিপক্ষের মাঠে সইতে হয়েছে প্রবল চাপ। তাতে ভেঙে না পড়ে দল যেভাবে দৃঢ়তা দেখিয়েছে, তাতে মুগ্ধ হান্সি ফ্লিক। বেনফিকার বিপক্ষে খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ আর বীরত্বে গর্বিত বার্সেলোনা কোচ।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার রাতে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। চমৎকার গোলে ব্যবধান গড়ে দিয়েছেন রাফিনিয়া।
২২তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার ১৮ বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবার্সি। এরপর দল যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, পরিপক্বতা দেখিয়েছে এবং রক্ষণ সামাল দিয়েছে, তাতে ভীষণ খুশি ফ্লিক।
ম্যাচ শেষে স্প্যানিশ টিভি স্টেশন মুভিস্টার প্লাসের সঙ্গে আলাপচারিতায় খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন বার্সেলোনা কোচ।
“এটা অসাধারণ এক জয়। কেবল জয় নয়, যেভাবে এই জয় এসেছে সেটা নিয়েও আমরা রোমাঞ্চিত। আমরা খুব ভালোভাবে রক্ষণ সামলেছি। দল হিসেবে রক্ষণ সামাল দিয়েছি, এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের সবার সম্মিলিত প্রয়াস ছিল এটা।”
“প্রথমার্ধের শুরুর দিকে একজন কমে গেলেও আমরা ম্যাচ ভালোভাবে পরিচালনা করেছি এবং প্রতিক্রিয়া ছিল দুর্দান্ত। এটা সহজ ছিল না। এখনও আমাদের ফিরতি লেগে খেলতে হবে। বেনফিকা ভালো দল, ওদের ওপর আমাদের নজর রাখতে হবে।”
লাল কার্ডের জন্য কুবার্সিকে কাঠগড়ায় তুলছেন না ফ্লিক। তরুণ স্প্যানিশ ডিফেন্ডারের পাশেই দাঁড়াচ্ছেন তিনি।
“ফুটবলে এগুলো ঘটেই, আজ আমাদের সঙ্গে ঘটেছে। আমরা সবাই ভুল করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কীভাবে সাড়া দিচ্ছি। আজ প্রতিক্রিয়া অসাধারণ ছিল।”
আটটি সেভ করে বার্সেলোনার জয়ে দারুণ অবদান রেখেছেন ভয়চেখ স্ট্যান্সনি, যিনি ফ্লিকের ডাকে অবসর ভেঙে ফিরেছেন ফুটবলে। প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন লম্বা সময়ের জন্য ছিটকে গেলে অভিজ্ঞ স্ট্যান্সনিকে ফের গ্লাভস হাতে নিতে রাজি করান বার্সেলোনা কোচ। তার মনে হচ্ছে, দলের সঙ্গে এখন দারুণভাবে মানিয়ে গেছেন পোলিশ গোলরক্ষক।
“স্ট্যান্সনি ছিল অসাধারণ। এটা পরিষ্কার যে, প্রথম যখন এসেছিল তখনকার চেয়ে সে এখন আলাদা। প্রতি ম্যাচে সে এখন আরও বেশি আত্মবিশ্বাসী। এটার জন্য এখন আমরা রক্ষণে আরও ভালো করছি। আমি জানতাম, এই পর্যায়ে সে খেলতে পারবে। কারণ, প্রতিদিনই আমি তাকে অনুশীলনে দেখি। এটা আমাদের জন্য দারুণ।”
আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগে বেনফিকার মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগে শনিবার লা লিগায় ওসাসুনার মুখোমুখি হবে তারা।