এক বছরের জন্য ধারে স্প্যানিশ ফরোয়ার্ডকে দলে টেনেছে তুরস্কের ক্লাবটি।
Published : 03 Feb 2025, 04:45 PM
কদিন ধরে শোনা যাচ্ছিল, আলভারো মোরাতাকে পেতে আগ্রহী গালাতাসারাই। এবার চলে এলো পাকা খবর। এসি মিলান থেকে স্পেনের অভিজ্ঞ স্ট্রাইকারকে এক বছরের জন্য ধারে দলে টেনেছে তুরস্কের ক্লাবটি।
প্রাথমিকভাবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত সেখানে খেলবেন মোরাতা। চুক্তির শর্ত অনুযায়ী, তাকে কিনে নেওয়ার সুযোগও থাকছে গালাতাসারাইয়ের সামনে।
গালাতাসারাই জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমের জন্য ৩০ লাখ ইউরো পারিশ্রমিক পাবেন ৩২ বছর বয়সী স্ট্রাইকার এবং ২০২৫-২৬ মৌসুমের প্রথম ভাগের জন্যও পাবেন ৩০ লাখ ইউরো।
গত জুন-জুলাইয়ে স্পেনকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে নেতৃত্ব দেওয়ার পর, আতলেতিকো মাদ্রিদ ছেড়ে এক কোটি ৩০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে এসি মিলানে যোগ দেন মোরাতা। তবে দলটিতে প্রত্যাশিতভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।
রেয়াল মাদ্রিদ, ইউভেন্তুস ও চেলসিতেও খেলা তারকা ফুটবলারের সামনে এবার নতুন চ্যালেঞ্জ।